বিশেষ প্রতিনিধি,
ফের আরেকটা সন্ত্রাসের সাক্ষী হতে চলেছিল মুম্বই৷ তবে পুলিশের তৎপরতায় বানচাল হল সেই ছক৷ মুম্বই পুলিশের সন্ত্রাসদমন শাখার আধিকারিকরা এক সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেফতার করে৷ ওই ব্যক্তিকে জেরা করে জানা যায় চাঞ্চল্যকর তথ্য৷ মুম্বইয়ের বেশ কয়েকজন বিখ্যাত ব্যক্তিকে খুন করার পরিকল্পনা ছিল তার৷ তবে তাদের নাম জানা যায়নি৷ সাথে মুম্বইয়ের জনবহুল এলাকাগুলিতে নাশকতা চালানোর ছকও করেছিল বছর বত্রিশের এই ব্যক্তি৷ মুম্বইয়ের পশ্চিমের শহরতলি এলাকা থেকে তাকে পাকরাও করা হয়৷ ১১ই মে সন্ত্রাসদমন আধিকারিকদের জুহু শাখার হাতে গ্রেফতার হয় সে৷ এক জঙ্গি সংগঠনের সক্রিয় সদস্য এই ব্যক্তি পাকিস্তান, দুবাই ও শারজাতে ছিল এর আগে৷
তারপর ভারতে আসে নাশকতা চালানোর উদ্দ্যেশে৷ বিস্ফোরকের ব্যবহার, আগ্নেয়াস্ত্র ও আত্মঘাতী বিস্ফোরণের মতো বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত সে৷ করাচির একটি জঙ্গি সংগঠনে তাকে প্রশিক্ষণ দেওয়া হয় বলে সে স্বীকার করেছে৷ তবে এই ব্যক্তির পিছনে কোন চক্র কাজ করছে ও কারা কারা এই সংগঠনের সঙ্গে যুক্ত, তা খতিয়ে দেখছে সন্ত্রাসদমন শাখা৷ তবে যে সংগঠনের সঙ্গে ওই ব্যক্তি যুক্ত, তার পিছনে রয়েছে আইএসআই বলে প্রাথমিক ধারণা পুলিশের৷ বিভিন্ন জনবহুল এলাকায় নাশকতা ও বিভিন্ন বিখ্যাত ব্যাক্তিদের প্রাণনাশের চেষ্টা ছাড়াও, আর কোনও পরিকল্পনা তাদের ছিল কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ৷ স্থানীয় আদালতে তাকে পেশ করা হলে ২১ মে পর্যন্ত সন্ত্রাসদমন শাখার হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত৷
Be the first to comment