রাজ্যে পঞ্চায়েত ভোটচিত্রে বেশ কিছু জায়গায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে চরম তৎপর হতে দেখা যায় পুলিশকে। মালদায় অশান্তি ঠেকাতে গিয়ে দুষ্কৃতিদের হাতে আক্রান্ত হন রতুয়া থানার ওসি দেবব্রত চক্রবর্তী। তাঁর গাড়ি লক্ষ্য করে ইঁট বৃষ্টি হয়েছে বলে খবর। গুরুতর অসুস্থ দেবব্রত চক্রবর্তীকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। উল্লেখ্য, আজ সকাল থেকেই রতুয়ার বাহারালে বিভিন্ন জায়গায় বুথের বাইরে ও বথের ভিতরে ব্যাপক সংন্ত্রাস চলে। পরিস্থিতি সামাল দিতে পৌঁছয় বিশালপুলিশ বাহিনী। বাহারালে বাখরা ৭৯ নম্বর বুথে জ্বালিয়ে দেওয়া হয় বাইক। ভাঙচুর হয় পুলিশের গাড়িতে। সেখানেই আক্রান্ত হন দেবব্রত চক্রবর্তী। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মালদার রতুয়ার ওসি দেবব্রত চক্রবর্তীর ওপর হামলার ঘটনার পাশাপশি কোচবিহারের দিনহাটার মুন্সিরহাটে আক্রান্ত হন রাজ্যপুলিশের আরও এক কর্মী। সেখানে ভাঙচুর চালানো হয় ভোটের কাজে ব্যবহৃত সরকারী গাড়িতেও। যদিও বিজেপির দাবি রাজ্যে রাষ্ট্রপতি শাসন হওয়া দরকার।
Be the first to comment