আয়ারল্যান্ডের অভিষেক টেস্টের সূচনা ভালো করে হলো না বললেই চলে। প্রথমত ডাবলিনে হওয়া এই টেস্টের প্রথম দিন বৃষ্টিতে ভেস্তে গিয়েছিলো। তারপর দ্বিতীয়দিনে ঘরের মাঠে টস জিতে পাকিস্তানকে প্রথমে ব্যাট করতে পাঠায় তারা। প্রথম দিকে পাকিস্তানকে চেপে ধরে আইরিশরা। তারপরও পাকিস্তান তাদের প্রথম ইনিংসে ৯ উইকেট হারিয়ে ৩১০ রান তুলে ইনিংস ঘোষণা করে। জবাবে আয়ারল্যান্ড তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পরে। ৭৩ রানেই হারিয়ে বসে ৮ উইকেট! কেভিন ও’ব্রায়েন ও গ্যারি উইলসনের দায়িত্বশীল ব্যাটিংয়ে শতরান পেরোতে পারে তারা। শেষ পর্যন্ত ৪৭.২ ওভারে ১৩০ রানে অলআউট হয় আয়ারল্যান্ড। তাদের দিয়ে ফলোঅন করায় পাকিস্তান। উইলসনের ৩৩ রান ছাড়া দুই অঙ্কের কোটায় রান করেছেন আয়ারল্যান্ডের রানকিন (১৭), কেভিন ও’ব্রায়েন (৪০) ও পল স্টার্লিং (১৭)।
বল হাতে পাকিস্তানের মোহাম্মদ আব্বাস ৪৪ রান দিয়ে ৪টি উইকেট নিয়েছেন। ৩১ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন শাদাব খান। মোহাম্মদ আমির নিয়েছেন ২টি উইকেট। অপর উইকেটটি নিয়েছেন ফাহিম আশরাফ।
১৮০ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করেছে আয়ারল্যান্ড। চতুর্থ দিনের শেষে আয়ারল্যান্ড এগিয়ে রয়েছে ১৩৯ রানে। এদিন আয়ারল্যান্ডের হয়ে আন্তর্জাতিক টেস্ট ইতিহাসে প্রথম শতরান করলেন কেভিন ও’ব্রায়েন। মূলত কেভিন ও’ব্রায়েন-এর জন্যই আয়ারল্যান্ড লড়াই করছে। দিনের শেষে আয়ারল্যান্ড ৭ উইকেটে ৩১৯ রান করেছে। আয়ারল্যান্ডের হয়ে দ্বিতীয় ইনিংসে রান করেছেন এড জয়েশ (৪৩), অধিনায়ক উইলিয়াম পোর্টারফিল্ড (৩২), স্টুয়ার্ট থমসন (৫৭), কেভিন ও ব্রায়েন ১১৮ রান করে অপরাজিত আছেন। মোহাম্মদ আমির নিয়েছেন ৩টি উইকেট। কাল শেষ দিন আয়ারল্যান্ড তাদের দ্বিতীয় ইনিংসে কখন শেষ করে পাকিস্তানকে ব্যাট করতে পাঠায় দেখার বিষয়।
Be the first to comment