শুরুতেই ট্রেন্ড স্পষ্ট, ত্রিশঙ্কু বিধানসভার দিকে এগোচ্ছে কর্ণাটক

Spread the love

কর্ণাটক বিধানসভায় ভোটগণনা চলছে। বিজেপি ও কংগ্রেসের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। ২০১৩ সালে কংগ্রেস এই রাজ্যে ১২২টি আসন পেয়ে এককভাবে ক্ষমতায় এসেছিল। বিজেপি পেয়েছিল ৪০টি আসন ও জেডিএস পেয়েছিল ৪০টি আসন। এছাড়া অন্যান্যদের দখলে গিয়েছিল ২২টি আসন।

এবছর শুরু থেকেই জনমত সমীক্ষা থেকে শুরু করে বুথ ফেরত সমীক্ষায় ট্রেন্ড হিসাবে ত্রিশঙ্কু বিধানসভার ইঙ্গিত উঠে এসেছে। এদিন ফল ঘোষণার দিনও সেরকম ইঙ্গিত মিলছে।

সকাল ৮টা ৪৫ মিনিট পর্যন্ত ভোটগণনায় কংগ্রেস ৫৯টি ও বিজেপি ৫৯টি আসনে এগিয়ে গিয়েছে বলে খবর পাওয়া গিয়েছে। এছাড়া জেডিএস এগিয়ে রয়েছে ৩০টি আসনে। ফলে যা ট্রেন্ড তাতে বিশেষজ্ঞ ও সমীক্ষক সংস্থার আশঙ্কা সত্যি করে কর্ণাটকে ত্রিশঙ্কু বিধানসভা হতে চলে বলে প্রাথমিক ট্রেন্ডে উঠে আসছে।

যদি তেমনই ট্রেন্ড হয় তাহলে জেডিএস কোন দলের দিকে ঝুঁকবে তা সবচেয়ে বড় প্রশ্ন। কংগ্রেস নাকি বিজেপি কারা জেডিএসের সাহায্য নিয়ে সরকার গঠন করতে চলেছে তা সবচেয়ে বড় প্রশ্ন হয়ে উঠতে চলেছে আগামী কয়েক ঘণ্টায়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*