বিশেষজ্ঞরা বলছেন ত্রিশঙ্কু হওয়ার পথে কর্ণাটক নির্বাচনের ফলাফল। সকাল সকাল ফলাফল ঘোষণার পর্ব শুরু হতেই দেখা গিয়েছে হাড্ডাহাড্ডি লড়াইয়ে রয়েছে বিজেপি- কংগ্রেস। এরমধ্যে জেডিএস-কে অনেকেই কিং মেকার হিসাবে চিহ্নিত করছে। আর ভোটের ময়দানে লড়াইয়ের আগে সকাল সকালই মন্দিরে পুজো দিতে দেখা গেল কর্ণাটকের মুখ্যমন্ত্রী পদপ্রার্থীদের।
এদিন, বিজেপি-র মুখ্যমন্ত্রী পদপ্রার্থী বিএস ইয়েদুরপ্পাকে দেখা গিয়েছে ভোটগণমনার আগেই মন্দিরে গিয়ে পুজো দিতে। কর্ণাটকের শিকারিপুরা কেন্দ্রে থেকে নির্বাচনী লড়াই লড়ছেন তিনি। অন্যদিকে ,রামনগর ও চান্নাপত্তনার থেকে লড়ছেন জেডিএস-এর কুমারস্বামী। তাঁকে অনেকেই কিং মেকার হিসাবে চিহ্নিত করে ফেলেছেন এদিন। কারণ, গণনার সকালের দিনের ট্রেন্ড বলছে, কুমারস্বামীর জেডিএস ৩৫ টি আসনে জয়ী হলেই কর্ণাটক নির্বাচনের ফলাফল ত্রিশঙ্কু হতেপারে। তবে এদিন সকালে আদিচুঞ্চাগিরি মাহাসামন্ত মঠে কুমারাস্বমীকে দেখা গেল পুজা অর্চনাতে।
পুজা অর্চনা নিয়ে পিছিয়ে নেই কংগ্রেসও। কংগ্রেসের দিল্লি অফিসের সামেন এদিন পার্টির মঙ্গলকামনায় আয়োজন করা হয় যজ্ঞের।
এদিকে, সকালেরদিকের ট্রেন্ডে কর্ণাটকের বাদামি কেন্দ্র থেকে কংগ্রেসের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী সিদ্দারামাইয়ে এগিয়ে থাকলেও পিছিয়ে রয়েছেন বাদামি কেন্দ্র থেকে। প্রসঙ্গত,২২৪ আসনের কর্ণাটক বিধানসভার নির্বাচন ১২ মে অনুষ্ঠিত হয়েছে। এখন পর্যন্ত বুথ ফেরত সমীক্ষা যা বলছে তাতে কংগ্রেস বা বিজেপি যেইই বৃহৎ দলের মর্যাদা পাক না কেন তাতে তারা সরকার বানাতে পারবে না। ‘কিং মেকার’-এর ভূমিকা সম্ভবত পেতে পারে এইচ ডি দেবগৌড়ার জেডি(এস)।
Be the first to comment