৪৬টি দেশের রেফারিরা রাশিয়ায় ফুটবল বিশ্বকাপে ম্যাচ পরিচালনার দায়িত্বে

Spread the love

৪৬টি দেশের রেফারিরা রাশিয়ায় ফুটবল বিশ্বকাপে ম্যাচ পরিচালনার দায়িত্ব পালন করবেন। এর মধ্যে ৩৬জন রেফারি, ৬৩ জন সহকারী রেফারি ও ১৩ জন ভিডিও রেফারি আছে। বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা ফিফা এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সংস্থার রেফারিজ কমিটিই রেফারি বাছাই ও সংখ্যা নির্ধারণ করেছে। আগের সবগুলো বিশ্বকাপেই রেফারি ও সহকারী রেফারি ছিলো। তবে ২১তম বিশ্বকাপে নতুন সংযোজন হয়েছে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর)।
১৩জন ভিডিও সহকারী রেফারির কাজই হবে অন-ফিল্ড রেফারিদের বিভিন্ন সিদ্ধান্তকে আরও নিখুঁত করা। বিশেষ করে গোল, পেনাল্টি ও ফাউলের বিষয়গুলোকে নিখুঁত করার জন্যই ব্যবহার করা হবে ভিএআর। বিশ্বকাপে প্রতিটি ম্যাচেই তিনজন করে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি কাজ করবেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*