রাজ্য জুড়ে ৫৬৮ বুথে বুধবার পুনর্নির্বাচন, সিদ্ধান্ত কমিশনের

Spread the love
বুধবার রাজ্যের মোট ৫৬৮ বুথে ত্রিস্তর পঞ্চায়েতের পুননির্বাচন হবে বলে জানিয়ে দিল রাজ্য নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের জেলা পর্যবেক্ষকদের (অবজার্ভার) রিপোর্টের ভিত্তিতেই এই পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, দাবি কমিশনের। পর্যবেক্ষকদের রিপোর্ট আসার পর স্ক্রুটিনি করা হয় এবং তারপরই চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
 
আরও দেখে নিন, কোন জেলায়, কতগুলি বুথে হতে চলেছে পুনর্নির্বাচন-
জেলা বুথ সংখ্যা: হুগলি ১০, পশ্চিম মেদিনীপুর ২৮, জলপাইগুড়ি ০৫, কোচবিহার ৫২, মুর্শিদাবাদ ৬৩, পুরুলিয়া ০৭, নদিয়া ৬০, দক্ষিণ দিনাজপুর ৩৫, পশ্চিম বর্ধমান ৩, উত্তর ২৪ পরগনা ৫৯, মালদা ৫৫, বীরভূম ৬, বাঁকুড়া ৫, উত্তর দিনাজপুর ৭৩, দক্ষিণ ২৪ পরগনা ২৯, পূর্ব মেদিনীপুর ২৩, আলিপুরদুয়ার ২, পূর্ব বর্ধমান ১৮, হাওড়ার ৩৮ টি বুথে ভোটগ্রহণ হবে।
 

দক্ষিণ ২৪ পরগনা

বাসন্তী- ১২
কুলতলি- ৪
গোসাবা – ৩
ক্যানিং (১)- ৩
বারুইপুর- ১
টিএম (১)- ১
মন্দির বাজার- ১
মগরাহাট (১)- ১
জয়নগর (২)- ২
কুলপি- ১
উত্তর দিনাজপুর

ইসলামপুর- ৩

রায়গঞ্জ- ২৮

করনদিঘী- ১

চোপড়া- ১০

গোয়ালপোখর (১)- ১০

ইটাহার- ১০

হেমতাবাদ- ৩

গোয়ালপোখর (২)- ৩

নদীয়া 

কৃষ্ণনগর (১)- ১

কালিগঞ্জ- ৪

নাকাশিপাড়া- ৮

চাকদা- ৭

শান্তিপুর- ৮

করিমপুর- ৪

তেহট্ট- ৩

রানাঘাট- ৬

করিমপুর (২)- ১

রানাঘাট (২)- ১৮

কোচবিহার

কোচবিহার (১)- ৫

কোচবিহার (২)- ২০

মেখলিগঞ্জ- ১

দিনহাটা (১)- ২৩

দিনহাটা (২)- ২

হলদিবাড়ি- ১

দক্ষিন দিনাজপুর

বালুরঘাট- ৩

তপন- ৫

হিলি- ১

মুন্সিয়ারি- ১

কুশমুন্ডি- ৫

গঙ্গারামপুর- ৪

হরি রাম পুর- ১৫

উত্তর ২৪ পরগণা

হাবরা (২)- ২

বসিরহাট (১)- ১

বারাসাত (১)- ২

রাজারহাট ৩- (জ্যাংড়া)

বসিরহাট (২)- ১

আমডাঙ্গা- ১০

মিনাখাঁ

স্বরূপনগর

বনগাঁ

দেগঙ্গা

হাবরা (১)

হিঙ্গলগঞ্জ

বাদুড়িয়া

বাগদা ১৪

মুর্শিদাবাদ

বেলডাঙ্গা (২)

বহরমপুর

সামসেরগঞ্জ

সুতিবাঁধ

লালগোলা

নাওদা ১৭

খারগ্রাম

বেলডাঙ্গা (১) ১০

 

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*