আইপিএলে আজ রাজস্থানকে হারিয়ে প্লে অফের দৌড়ে টিকে রইলো কেকেআর

Spread the love

আজ ইডেনে আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে কলকাতার সাথে মুখোমুখি হলো রাজস্থান। কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক দিনেশ কার্তিক ছয় হাঁকিয়ে রাজস্থানের বিরুদ্ধে ৬ উইকেটে ম্যাচ জিতিয়ে দিলো। তার সাথে প্লে অফের দৌড়েও নিজেদের অবস্থানকে আরও মজবুত করলো। শেষ একটা ম্যাচ সানরাইজ হায়দ্রাবাদের বিরুদ্ধে জিতলেই কেকেআর শেষ চারে চলে যাবে। এদিন কলকাতা টসে জিতে রাজস্থানকে ব্যাট করতে পাঠায়। রাজস্থান রয়্যালস দুর্দান্ত শুরু করে। ওপেনার জস বাটলার ও রাহুল ত্রিপাঠী প্রথম ৫ ওভারেই ৬৩ রান তুলে ফেলে। শিভম মাভির এক ওভারে বাটলার ২৮ রান সংগ্রহ করে। কিন্তু কুলদিপ যাদবের অসাধারণ বোলিং নৈপুন্যে রাজস্থান বাটলারকে হারায়। এরপর কুলদিপ রাজস্থানের অধিনায়ক রাহানে ছাড়াও আরও দুজনকে আউট করেন। বাটলার ৩৯, ত্রিপাঠী ২৭ রান করেন। আন্দ্রে রাসেল ২টি উইকেট নেন। ১৯ ওভারে রাজস্থানের ইনিংস ১৪২ রানে শেষ হয়। এরপর কলকাতা ব্যাট করতে নেমে ১৮ ওভারেই ৪ উইকেটে ১৪৫ তুলে নেয়। সুনিল নারিন এদিন স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই ৭ বলে ২১ রান করেন। লিন করেন ৪৫ রান। নিতিশ রানা ২১ রান করে আউট হন। এরপর দিনেশ কার্তিক শেষ পর্যন্ত টিকে থেকে ৩১ বলে ৪১ রান করেন। এই রানের সাথেই দিনেশ কার্তিক এই সিজনে ৪০০ রানের উপর রান করলেন। অবশ্য দুর্দান্ত বল করে ৪ উইকেট নেওয়া কুলদিপ যাদবকে ম্যাচের সেরা নির্বাচিত করা হয়।

ফাইল ছবি

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*