সেইসঙ্গে তিনি জানান, ঘটনাস্থলে উদ্ধারকাজ ও ত্রাণের বিষয়টি ব্যক্তিগতভাবে দেখাশোনা করছেন উপমুখ্যমন্ত্রী। এছাড়া ইতিমধ্যেই দুর্ঘটনার তদন্তের জন্য কমিটি গঠন করা হয়েছে। ৪৮ ঘণ্টার মধ্যে রিপোর্ট দেবে কমিটি। এক সদস্যের ওই কমিটিতে রয়েছেন সরকারি আধিকারিক রাজ প্রতাপ সিং।
উল্লেখ্য, বারাণসীর ক্যান্টনমেন্ট রেলস্টেশন সংলগ্ন এলাকায় গতকাল ওই নির্মীয়মাণ উড়ালপুল ভেঙে মৃত্যু হয় ১৮ জনের। আহত হয়েছেন আরও অনেকে। দুর্ঘটনায় মৃতদের পরিবারকে ৫ লাখ টাকা ও আহতদের চিকিৎসার জন্য ২ লাখ টাকার আর্থিক সহায়তা দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
Be the first to comment