রাত পোহালেই জানা যাবে ফলাফল, সকাল ৮টা থেকে শুরু হবে ভোটগণনা

Spread the love
রাত পোহালেই ভোটগণনা। জানা যাবে পঞ্চায়েত নির্বাচনের ফলাফল। তৈরি রয়েছে  নির্বাচন কমিশন। গোটা রাজ্যে ৩৩০টি কেন্দ্রে চলবে ভোটগণনা। কমিশন সূত্রে খবর, আগামীকাল সকাল সাড়ে সাতটায় খোলা হবে স্ট্রং রুম। সকাল ৮টা থেকে শুরু হবে ভোটগণনা। প্রথমে গ্রাম পঞ্চায়েতে গণনা চলবে। তারপর শুরু হবে পঞ্চায়েত সমিতির গণনা। সবশেষে গণনা হবে জেলা পরিষদের। কমিশনের নির্দেশ, একেকটি স্তরের ভোটগণনা শেষ হয়ে যাওয়ার পরই অন্যস্তরের ভোটগণনা শুরু করা হবে। প্রতিটি গণনা কেন্দ্রে থাকবে ২০টি করে টেবিল। গণনার সময় থাকবে ভিডিওগ্রাফির ব্যবস্থাও।
এদিকে, গণনাকেন্দ্রে ব্যবহার করা যাবে না মোবাইল। ছাড় মিলবে শুধু অবজারভার রিটার্নিং অফিসারদের। বুধবার এই নির্দেশিকা জারি করল নির্বাচন কমিশন। ভোটগণনার আগের দিন গণনা সংক্রান্ত একগুচ্ছ নির্দেশিকা জারি করা হলো। আগামীকাল সকাল থেকেই গণনা কেন্দ্রের ২০০ মিটারের মধ্যে জারি হয়ে যাবে ১৪৪ ধারা। সকাল আটটায় শুরু হবে ভোটগণনা। ৯টা থেকেই জানা যাবে ভোটের ফলাফল। গ্রাম পঞ্চায়েতস্তরের ফলাফল জানা যাবে দুপুর ২টোর মধ্যে।

এদিকে গণনা চলাকালীন বিজয় মিছিলের ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি করেছে কমিশন। নির্বাচন কমিশনার এ কে সিং এ বিষয়ে নির্দেশ দিয়েছেন রাজ্য পুলিশের ডিজিএডিজি আইনশৃঙ্খলাকে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*