কর্নাটকে সরকার গঠনের ক্ষেত্রে এগিয়ে বিজেপির মুখমন্ত্রী পদপ্রার্থী বিএস ইয়েদুরাপ্পা। তাঁকেই সরকার গঠনের জন্য রাজ্যপাল ডাকতে পারেন বলে সূত্রের খবর। শপথগ্রহণ আগামীকালই হবে বলে জানা গিয়েছে। বুধবারই বিজেপি পরিষদীয় দলের নেতা নির্বাচিত হয়েছেন ইয়েদুরাপ্পা। এরইমধ্যে উঠে এসেছে দল ভাঙানোর অভিযোগও। এদিন ইয়েদুরাপ্পা রাজ্যপাল ভাজুভাই ভালার সঙ্গে দেখা করে সরকার গঠনের দাবি জানিয়েছেন। ইয়েদুরাপ্পা জানান, এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার আগে সমস্ত সম্ভাবনা খতিয়ে দেখার কথা বলেছেন রাজ্যপাল।
উল্লেখ্য, রাজ্য বিধানসভার ২২৪ আসনের মধ্যে ১০৪ আসনে জিতে বিজেপি একক সংখ্যারগরিষ্ঠতা পেয়েছে। তবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ম্যাজিক ফিগারের থেকে কিছুটা দূরেই থামতে হয়েছে গেরুয়া দলকে। তবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা তাদের রয়েছে বলে দাবি বিজেপির। তাঁরাই সরকার গঠন করতে পারবেন বলে আত্মবিশ্বাসী ইয়েদুরাপ্পা। এদিকে বিজেপির অন্যান্য নেতারাও সরকার গঠনের ব্যাপারে আত্মবিশ্বাসী।
অন্যদিকে, সরকার গঠনের জন্য তত্পরতা জেডিএস শিবিরেও। দলের পরিষদীয় নেতা নির্বাচিত হয়েছেন এইচ ডি কুমারস্বামী। কুমারস্বামীর অভিযোগ, তাঁর দলের বিধায়কদের ভাঙাতে ১০০ কোটি টাকার টোপ দিয়েছে বিজেপি।
Be the first to comment