যতীন্দ্রমোহন ঠাকুর
জন্মঃ- ১৬ মে, ১৮৩১ – মৃত্যুঃ- ১০ জানুয়ারি, ১৯০৮
তিনি ছিলেন বঙ্গ নাট্যালয় এবং টেগোর ক্যাসলের প্রতিষ্ঠাতা। কলকাতা নাট্যশালা উন্নয়নে তাঁর উল্লেখযোগ্য অবদান রয়েছে। তিনি ১৮৬৫ সালে পাথুরিয়াঘাটায় বঙ্গ নাট্যালয় প্রতিষ্ঠা করেন। মাইকেল মধুসূদন দত্তের একজন প্রধান পৃষ্ঠপোষক হিসেবে তিনি বিশেষ পরিচিত।
এছাড়াও তিনি অনেক সঙ্গীতশিল্পীর ওস্তাদ ছিলেন। ভারতীয় সঙ্গীতে অর্কেস্ট্রাকে পরিচিত করে তুলতে তিনি ক্ষেত্রমোহন গোস্বামীকে পৃষ্ঠপোষণ দান করেন। তিনি ব্রিটিশ ইন্ডিয়ান এসোসিয়েশনের সভাপতি এবং ‘রয়াল ফটোগ্রাফিক সোসাইটি’র প্রথম ভারতীয় সদস্য ছিলেন।
রোজদিনের পক্ষ থেকে তাঁর প্রতি জানাই শ্রদ্ধাঞ্জলি।
সোনাল চৌহান
জন্মঃ ১৬ মে, ১৯৮৫
তিনি একজন ভারতীয় মডেল অভিনেত্রী। তিনি তেলেগু ও হিন্দি ছবিতে অভিনয় করেছেন। তিনি অনেক বিউটি কন্টেস্টে অংশগ্রহণ করেছেন। তাঁর প্রথম অভিনীত ছবির নাম জন্নত।
এছাড়াও তিনি রেনবো, থ্রী জি, লেজেন্ড, শের, সাইজ জিরো ইত্যাদি ছবিতে অভিনয় করেছেন।
রোজদিনের পক্ষ থেকে তাঁকে জানাই শুভ জন্মদিন।
কুলরাজ রানধাওয়া
জন্মঃ ১৬ মে, ১৯৮৩
তিনি একজন পাঞ্জাবি অভিনেত্রী। যিনি করিনা করিনা টিভি শোতে করিনা চরিত্রে অভিনয় করে বেশ জনপ্রিয়তা অর্জন করেছেন। তিনি মান্নাত, ইয়ামলা পাগলা দিওয়ানা, নিধি সিং ইত্যাদি ছবিতে অভিনয় করেছন।
রোজদিনের পক্ষ থেকে তাঁকে জানাই শুভ জন্মদিন।
Be the first to comment