সংস্কৃতি বিনিময়ে ক্যাঙারুরের দেশে সেন্ট জেভিয়ার্স স্কুল। ক্যাঙারু,ক্রিকেট অভিনেতা ক্রিস হেমস ওয়ার্থ, সেই সঙ্গে অস্ট্রেলিয়ান খাবারের স্বাদ চাখতে ব্রিসবেনের উদ্দেশ্যে এই শহরের জনা কুড়ি ছাত্র রওনা দেবে শুক্রবার। সংস্কৃতির বিনিময়ের শিক্ষা মূলক ভ্রমনে এই প্রথম সেন্ট জেভিয়ার্স স্কুলের ছাত্ররা রওনা দিচ্ছে কুইল্যান্ড এর অলসেন্টস অ্যাংলিকান স্কুলের উদ্দেশ্যে। শুধুমাত্র বই খাতা পত্র নিয়ে নয়, ক্লাস রুমের বাইরে মজা করতে করতে ওদেশের শিক্ষা- সংস্কৃতি সম্পর্কে জ্ঞান অর্জনের জন্য এই সফর। জানালের এই স্কুলের ইংরেজী ভাষার শিক্ষক ফ্যারিনো টোরক্যাটো। তিনি জানালেন, এই সফরে তাদেরই বাছা হয়েছে। যারা আগে কখনো দেশের বাইরে যায় নি। আমরা অস্ট্রেলিয়া স্কুল কর্ত্তপক্ষের কাছে কৃতজ্ঞ। দেশের বাইরে উচ্চ শিক্ষার স্বাদ নেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য।
নির্বাচিত ছাত্রদের বাছাই করার ক্ষেত্রে তাদের সামাজিক কার্যকালাপ, মেধা উদ্ভাবনী ক্ষমতাকেই মাপকাঠি হিসাবে ধরা হয়েছে। এই ২০ জন ছাত্রের মধ্যে বেশির ভাগ ছাত্র নবম ও দ্বাদশ শ্রেনীর। একজন একাদশ শ্রেনীর। ১১ দিন এর সফরে এই দল টি কুইন্সল্যান্ডে যাচ্ছে। এছাড়াও ১০ সদস্যের একটি দল চীনে ও ১৫ সদস্যের একটি দল আয়ারল্যান্ডে যাচ্ছে।
Be the first to comment