বিশেষ প্রতিনিধি,
পবিত্র রমজান শুরু হয়েছে ৷ তাই এই সময় কোনও অভিযান না চালানোর ঘোষণা করেছিল কেন্দ্র ৷ তবে তা মানল না পাকিস্তান৷ সংঘর্ষবিরতি ঘোষণার পরেই তা ভাঙল পাক সেনারা ৷ ভারতীয় সেনার পেট্রলিং-এর সময় নির্বিচারে গুলি চালায় পাক মদতপুষ্ট জঙ্গিরা ৷ বুধবার জম্মু-কাশ্মীরের সোপিয়ান জেলার জামনাগরি এলাকায় এই সংঘর্ষ বিরতির ঘটনা ঘটে ৷ পালটা গুলি ছোঁড়ে ভারতীয় সেনাও ৷ শুরু হয় গুলির লড়াই ৷
তবে ঘটনায় কোনও হতাহতের খবর এখনও পর্যন্ত পাওয়া যায়নি ৷ রমজান মাসে কোনও সংঘর্ষ বা গুলির লড়াইয়ে অংশ নেবে না ভারতীয় সেনা ৷ এই ঘোষণার ঘন্টা খানেক পরেই শুরু হয় এই হামলা ৷ সংঘর্ষ বিরতির জারি করার আবেদন করেছিলেন জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি ৷ সেই মতোই কাশ্মীরে রমজানে সেনা অভিযান বন্ধ রাখার নির্দেশ দিয়েছিল মোদী সরকার ৷
কেন্দ্রের তরফ থেকে এই নির্দেশ জারি করেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং ৷ তবে, সাধারণ মানুষের জীবন বাঁচানোর জন্য যে কোনও ধরনের কাজ করার অধিকার দেওয়া হয় সেনাবাহিনীকে। স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে একটি ট্যুইট করে বলা হয়, ‘আঘাত এলে প্রত্যাঘাত করার পূর্ণ অধিকার থাকছে সেনার। সাধারণ মানুষকে সুরক্ষাও দেবে সেনা। সরকার চাইছে যেন প্রত্যেকে মুসলিম ভাই-বোনেদের রোজা পালন করতে সহযোগিতা করে। প্রত্যেকে যেন কোনও বাধা ছাড়াই সুন্দরভাবে রমজান পালন করতে পারে।
Be the first to comment