রাহুলের ঝোড়ো ব্যাটিং সত্বেও মুম্বাইয়ের কাছে হার পাঞ্জাবের

Spread the love

গতকাল আইপিএলের ৫০তম ম্যাচে মুখোমুখি হয়েছিলো কিংস ইলেভেন পাঞ্জাব এবং মুম্বাই ইন্ডিয়ান্স। প্লে অফে যেতে হলে এই ম্যাচ জিততেই হবে যে কোনো দলকে। এই অবস্থায় মুম্বাইয়ের ওয়াংখেড়েতে টসে জিতে পাঞ্জাব প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিলো। মুম্বাই ইন্ডিয়ানস প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৮ উইকেটে ১৮৬ রান করে। সর্বোচ্চ রান করেন দলে ফেরা কায়রন পোলার্ড। ২৩ বলে ৫টি চার এবং ৩টি ছক্কার সাহায্যে ৫০ রান করেন। এছাড়া ক্রুনাল পান্ডিয়া(৩২), সূর্য কুমার যাদব (২৭), ইশান কিষান (২০) ভালো রান করেন। পাঞ্জাবের বোলার আন্ড্রু টাই ৪ ওভারে ১৬ রান দিয়ে ৪ উইকেট নেন। তিনিই এই টুর্নামেন্টে সবচেয়ে বেশি উইকেট নিয়ে পার্পল ক্যাপ দখল করে আছেন। জবাবে ব্যাট করতে নেমে ওপেনার লোকেশ রাহুল ৬০ বলে ১০টি চার এবং ৩টি ছক্কার সাহায্যে ৯৪ রান করেন। কিন্তু শেষ পর্যন্ত দলকে জেতাতে ব্যর্থ হন। পাঞ্জাব মুম্বাইয়ের কাছে মাত্র ৩ রান হার স্বীকার করে। রাহুল বুমরাহ’র বলে আউট হয়ে যান। এছাড়াও অ্যারন ফিঞ্চ (৪৬), ক্রিস গেল (১৮) রান করেন। জসপ্রীত বুমরাহ ৪ ওভারে ১৫ রান দিয়ে ৩ উইকেট দখল করেন। ম্যাচের সেরা হন বুমরাহ। টুর্নামেন্টের সব চেয়ে বেশি রান করে এই মুহুর্তে রাহুলের দখলে অরেঞ্জ ক্যাপ। পয়েন্ট টেবিলে এই মুহুর্তে মুম্বাই ৪ নম্বরে আছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*