নিজস্ব প্রতিবেদন: ভোটগণনা শুরু হওয়ার তিন ঘণ্টার মধ্যেই জয়ের হাওয়া ঘাস ফুল শিবিরে। নির্বাচন কমিশন দফতরের তথ্য অনুসারে, ইতিমধ্যেই ১১০টি আসনে জয়ী তৃণমূল।
গ্রাম পঞ্চায়েতের ভোটগণনা পর্বের প্রথম লগ্নেই সবুজে রাঙতে শুরু করেছে বিভিন্ন গ্রাম। বেলা ১১টা পর্যন্ত নির্বাচন কমিশনের দেওয়া পরিসংখ্যান বলছে.
তৃণমূল জিতেছে ৪৮০ টি আসনে, এগিয়ে রয়েছে ২৩৪৮ টি আসনে
বিজেপি জিতেছে ৫২ টি আসনে, এগিয়ে রয়েছে ১৬৮ টি আসনে
সিপিএম জিতেছে ৭ টি আসনে, এগিয়ে রয়েছে ১২২ টি আসনে
কংগ্রেস জিতেছে ৪ টি আসনে, এগিয়ে রয়েছে ৪৫টি আসনে
ফরওয়ার্ড ব্লক জিতেছে ১ টি, এগিয়ে রয়েছে ৪ টি আসনে
নির্দল জিতেছে ২৪ টি , এগিয়ে রয়েছে ১৩৪টি আসনে
পরিসংখ্যানের বিচারে, প্রধান প্রতিপক্ষ হিসাবে উঠে আসা বিজেপি এগিয়ে থাকার আসন সংখ্যার বিচারেও ২০০ টপকাতে পারেনি এখনও। সেক্ষেত্রে গোটা রাজ্যে ভালো ফল করেছে নির্দল। অন্তত এমনটাই মত রাজনৈতিক মহলের।
Be the first to comment