তৃতীয়বারের মতো রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়নস লিগের ফাইনালে উঠেছে। ফাইনালে ওঠার পথে তারা একে একে হারিয়েছে পিএসজি, জুভেন্টাস এবং বায়ার্ন মিউনিখের মতো হেভিওয়েট দলকে। অথচ রোমার বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালের প্রথম লিগে দারুণ জয়ের পরও হেরেছে মেসিদের বার্সেলোনা। রোমার বিরুদ্ধে বার্সেলোনার যে অবস্থা হয়েছিল। ঠিক একই পরিস্থিতিতে পড়েছিল রিয়াল মাদ্রিদ। কিন্তু শেষে দারুণ এক গোলে সেমি ফাইনালে পৌঁছে যায় জিদানের রিয়াল মাদ্রিদ।
এ বিষয়ে লিওনেল মেসি মনে করেন, রিয়াল মাদ্রিদ মাঝে মাঝে খারাপ খেলেও দারুণ সব জয় নিয়ে মাঠ ছাড়ে। বিশ্বের অন্য কোন ক্লাব এমনটা পারে না। রিয়ালের আলাদা আলাদা পজিশনে বিশ্বের সেরা কিছু খেলোয়াড় আছেন। বার্সেলোনারও আছে। কিন্তু রিয়ালের এমন বিশেষ কিছু আছে যা কেবল রিয়ালের হাতেই আছে। তারা কোন কোন দিন খারাপ খেললেও ফলাফল তাদের পক্ষে যায়। অথচ আমাদের সেরা খেলাটা দিয়ে জয় পেতে হয়। তাঁর মতে রিয়াল মাদ্রিদে বিশ্বের সেরা ফুটবলাররা খেলে।
Be the first to comment