গ্রাম পঞ্চায়েতের ফল (ঝাড়গ্রাম) –
তৃণমূল ৩৭২টি আসনে জয়ী। বিজেপি ৩২৮টি আসনে জয়ী। নির্দল ৬৩ টিতে জয়ী। বামেরা জয়ী ১৪টিতে।
ঝাড়গ্রাম জেলার গ্রাম পঞ্চায়েত হিসাব-
মোট পঞ্চায়েত :৭৯
তৃণমূল :৪১টি
বিজেপি :২৪টি
নির্দিল ..৩টি
ত্রিশঙ্কু /ড্র-১১ টি
এদিকে, পশ্চিম বর্ধমান জেলা পরিষদ তৃণমূলের দখলে। প্রথম জেলা পরিষদ যা দখল করল তৃণমূল কংগ্রেস।
এছাড়া, ঝাড়গ্রাম ব্লকে গ্রাম পঞ্চায়েতের মোট আসন ১২৯ টি। যেখানে বিজেপি ৫৯ টিতে জয়ী ,তৃণমূল ৫২ টিতে জয়ী, নির্দল ৫ টিতে জয়ী, বামেরা ৪টি তে জয়ী হয়েছে। এবং পুরুলিয়া জেলা গ্রাম পঞ্চায়েত। ১৬টি আসনের সব কটি দখল করল তৃণমূল।
Be the first to comment