গুজরাটের গান্ধীনগরে রাহুল গান্ধী একহাত নিলেন নরেন্দ্র মোদিকে। মোদির নিজের গড়েই তাঁর বিরুদ্ধে আক্রমণ শানালেন রাহুল। বললেন, ব্যর্থ হয়েছে মেক-ইন-ইন্ডিয়া। বেকারত্ব বেড়েছে ভীষণ ভাবে। ন্যানো গাড়ি তৈরীর জন্য প্রচুর টাকা খরচ করেছেন এদিকে কৃষক ঋণ না পেয়ে মারা যাচ্ছে। কটাই বা ন্যানো তৈরী হয়েছে! টাকা ছড়িয়ে আর নির্বাচনে জেতা যাবে না। গুজরাটে কয়েকজন শিল্পপতী সরকার চলছে। মোদিতো বলে, না খাবো না খেতে দেবো। অমিত শাহ এর ছেলে জয় শাহর ব্যবসা কিভাবে এতো বৃদ্ধি হলো? জি.এস.টি করে সাধারণ ব্যবসায়ীদের পথে বসিয়েছে কেবলমাত্র জয় শাহ এর কোম্পানী ফুলে ফেঁপে উঠেছে। জি.এস.টি নিয়ে মোদিকে কটাক্ষ করে বলেন, গব্বর সিং ট্যাক্স। নোট বন্দি নিয়েও কেন্দ্রকে তুলোধনা করেন রাহুল। গুজরাটে চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়েছে, একেবারে নেই বললেই চলে। এই গুজরাট সরকার সাধারণ মানুষের সরকার নয়।
Be the first to comment