সুপ্রিম কোর্টে বড়সড় ধাক্কা খেলো বিজেপি ৷ শনিবারই কর্নাটকে আস্থা ভোটের নির্দেশ দিলো সুপ্রিম কোর্ট। আজ এমনই নির্দেশ দিয়েছেন ৩ বিচারপতির বেঞ্চ ৷ উল্লেখ্য, বৃহস্পতিবার কর্ণাটকে সরকার গঠন করে বিজেপি। ১৫ দিনের মধ্যে সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দিতে হবে নতুন মুখ্যমন্ত্রীকে। রাজ্যপালের সিদ্ধান্তের বিরোধিতায় আদালতের দ্বারস্থ হওয়ার ইঙ্গিত দিয়েছিল কংগ্রেস। কিন্তু এদিন সুপ্রিম কোর্ট কর্নাটকের ডিজিকে সাফ জানায়, ১৫ দিন সময় দেওয়া যাবে না ৷ যথাযথ নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করতে নির্দেশ দেওয়া হয় ৷
এদিকে, সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দিতে এখনও ৮ থেকে ৯ জন বিধায়কের সমর্থন প্রয়োজন বিজেপির। কীভাবে তা সম্ভব হবে? ঘোড়া কেনাবেচা আটকাতে বিধায়কদের গোপন জায়গায় পাঠিয়েছে কংগ্রেস-জেডিএস। কর্নাটক নিয়ে যে লড়াই এখনও বাকি। আজকের ঘটনার পর পরিষ্কার হয়ে গেলো।
Be the first to comment