বামদুর্গ দেগঙ্গার ৩৬নং জেলা পরিষদে জয়ী তৃণমূল প্রার্থী ফারহাদ

Spread the love

পঞ্চায়েত নির্বাচনে উত্তর ২৪ পরগনার দেগঙ্গার ৩৬নং জেলা পরিষদে জয়ী এ কে এম ফারহাদ। ফারহাদ হলেন বিশিষ্ট শিক্ষক এবং রাজ্য হজ কমিটির অন্যতম সদস্য। ফারহাদ যে আসন থেকে জয়ী হয়েছেন সেই আসন দীর্ঘদিন ধরে বাম প্রার্থীদের দখলে ছিল। গত পঞ্চায়েত ভোটে ৩৬নং আসনে জয়ী হয়েছিলেন সিপিএমের পাপড়ি দত্ত। এলাকার উন্নতিতে তাঁর কোনো অবদান তিনি রাখেননি। মানুষ তা বুঝতে পেরেছে। এই এলাকার আসন বামদুর্গ হিসাবে পরিচিত ছিল। সেই দুর্গ ভাঙলেন ফারহাদ। তাঁর এই জয়ে সকলেই খুশি। এলাকার মানুষের খুশির পাশাপাশি খুশি শহাই শ্বেতপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল নেতা রবিউল ইসলাম মুকুল। তিনি জানান, ফারহাদের এই জয়ে আমরা ভীষণ খুশি। এর আগে জেলা পরিষদের জয়ের স্বাদ আমরা পাইনি।
পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষক সমিতির রাজ্য সভাপতি ফারহাদ রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরিহাদ হাকিমের স্নেহধন্য। এ বছর দেগঙ্গায় জেলা পরিষদের ৩৬নং আসনে তাঁকে প্রার্থী করেছিলো তৃণমূল কংগ্রেস। এই এলাকায় প্রথম থেকেই ফারহাদ মানুষের যোগাযোগ রেখে চলেছেন, যার ফল তিনি পেলেন এই জয়ে। এক প্রতিক্রিয়ায় ফারহাদ জানিয়েছেন, এই জয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের জয়। দিদির উন্নয়নে সামিল হতেই মানুষ দুহাত উজার করে ভোট দিয়েছেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*