গতকাল আইপিএলে দিল্লির কাছে হারলো চেন্নাই

Spread the love

গতকাল আইপিএলে দিল্লির ফিরোজ শা কোটলাতে ধোনির চেন্নাই সুপার কিংসের লড়াই হলো দিল্লি ডেয়ারডেভিলসের সাথে। এমনিতেই চেন্নাই প্লে অফের যোগ্যতা অর্জন করে ফেলেছে। দিল্লি প্রথম দল হিসাবে টুর্নামেন্টের প্লে অফ থেকে ছিটকে গেছে। সেভাবে বলতে গেলে ম্যাচটি ছিলো নিয়মরক্ষার। তবুও চেন্নাই চেয়েছিলো এই ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের প্রথম দুই দলের মধ্যে থাকতে। কিন্তু তা হলো না। গতকাল দিল্লি নিজেদের ঘরের মাঠে ধোনি বাহিনীকে ৩৪ রানে হারিয়েছে। চেন্নাই অধিনায়ক ধোনি টসে জিতে প্রথমে ব্যাট করতে পাঠায় দিল্লিকে। দিল্লি সেভাবে আক্রমাণাত্মক শুরু করতে না পারলেও সকলের মিলিত রানে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৬২ রান সংগ্রহ করে। ভালো রান করেন ঋষভ পন্থ (৩৮), বিজয় শঙ্কর (৩৬ নট আউট), হার্শাল পাটেল (৩৬ নট আউট)। ২ উইকেট নেন চেন্নাইয়ে এনগিডি। জবাবে চেন্নাই ২০ ওভারে ৬ উইকেটে ১২৬ রানের বেশি করতে পারেনি। দুর্দান্ত বল করেন দিল্লির বোলাররা। বোল্ট ও অমিত মিশ্র ২টি উইকেট নেন। দিল্লির হয়ে খেলা নেপালের স্পিনার সন্দিপ লামিছানে ৪ ওভার বল করে ২১ রান দিয়ে ১টি উইকেট নেন। হার্শাল প্যাটেল ১উইকেট নেন। তিনি ম্যাচের সেরা নির্বাচিত হন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*