কে জি বোপাইয়াকে প্রোটেম স্পিকার নিয়োগের বিরুদ্ধে করা কংগ্রেসের মামলার শুনানি শনিবার সকালেই। শুক্রবার রাজ্যপাল বাজুভাই ভালা বিতর্কিত বোপাইয়াকে প্রোটেম স্পিকার নিয়োগ করার পরই সর্বত্র প্রতিবাদ শুরু হয়ে যায়। বিকেল চারটেয় সুপ্রিম কোর্টে নির্দেশে কর্নাটক বিধানসভায় শক্তিপরীক্ষা। বিধানসভায় মোতায়েন রাখা হচ্ছে ৪০০ মার্শাল। ধোঁয়াশা তৈরি হয়েছে কংগ্রেসের বিধায়ক আনন্দ সিংকে ঘিরে। তাঁর সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। জেতার ব্যাপারে একশোভাগ নিশ্চিত ইয়েদুরাপ্পা সমর্থকদের উত্সবের জন্য তৈরি থাকতে বলেছেন। অন্যদিকে, হায়দরাবাদ থেকে কংগ্রেস ও জেড (এস) বিধায়কদের ফিরিয়ে আনা হয়েছে বেঙ্গালুরুতে। কংগ্রেসর গুলাম নবি আজাদ বলেছেন,সংখ্যা তাঁদের সঙ্গেই রয়েছে। কংগ্রেসের তরফে একটি অডিও টেপ প্রকাশ করে দাবি করা হয়েছে, খনি মাফিয়া বিজেপির জনার্দন রেড্ডি তাদের বিধায়ক বাসনাগৌড়া দাদ্দালকে দল ভাঙার জন্য টোপ দিচ্ছেন।
Be the first to comment