অভিষেক হওয়ার আগেও তেন্ডুলকর আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন, তবে অন্য দলের হয়ে

Spread the love

বিশ্বের কিংবদন্তি ক্রিকেটারদের মধ্যে একজন হলেন মাস্টার ব্লাস্টার শচীন তেন্ডুলকার। ১৯৮৯তে পাকিস্তানের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর অভিষেক হয়। তবে অভিষেক হওয়ার আগেও তেন্ডুলকর আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন আরো দুই বছর আগেই। আর সেটা ভারতের হয়ে নয়। পাকিস্তানের হয়ে মাঠে নেমেছিলেন শচীন। নিজের আত্মজীবনী ‘প্লেয়িং ইট মাই ওয়ে’তে এ তথ্য জানিয়েছেন শচীন নিজেই। শচীন তার আত্মজীবনীতে লিখেন, আমি জানি না ইমরান খানের মনে আছে কি না। একসময় আমি তার দলের হয়ে ফিল্ডিং করেছিলাম। সেটা ১৯৮৭তে। সে সময় ইমরান খানের নেতৃত্বে পাঁচ টেস্টের একটি সিরিজ খেলতে ভারতে গিয়েছিল পাকিস্তান ক্রিকেট দল। ওই সিরিজটি ছিল আরেক ভারতীয় গ্রেট সুনীল গাভাস্কারের সর্বশেষ টেস্ট সিরিজ। সিরিজের আগে ক্রিকেট ক্লাব অব ইন্ডিয়ার (সিসিআই) গোল্ডেন জুবিলি উপলক্ষে একটি প্রদর্শনী ম্যাচ আয়োজন করা হয়। আর চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের হয়ে এ ম্যাচে মাঠে নেমেছিলেন শচীন। ১৯৮৭’র ২০শে জানুয়ারি মুম্বইয়ের ব্র্যাবোর্ন স্টেডিয়ামে ৪০ ওভারের ওই ম্যাচে সিসিআই একাদশের বিরুদ্ধে মাঠে নামে পাকিস্তান। সিসিআই’র অধিনায়ক ছিলেন হেমন্ত কেনক্রে। পাকিস্তান তখন ফিল্ডিংয়ে। ফিল্ডিংয়ের একসময় জাভেদ মিয়াঁদাদ ও ইকবাল কাদের বিশ্রামের জন্য মাঠ ছাড়েন। তখন পাকিস্তানের অধিনায়ক ইমরান খান হেমন্তকে কয়েকজন বদলি ফিল্ডার দেয়ার অনুরোধ করেন। এ কথা শুনে শচীন অধিনায়ক হেমন্তের কাছে মাঠে নামার আগ্রহ প্রকাশ করেন। কিন্তু হেমন্তর অনুমতি দেওয়ার আগে শচীন পাকিস্তানের পক্ষে ফিল্ডিং করতে মাঠে নেমে পড়েন। সেদিন ২৫ মিনিটের মতো পাকিস্তানের হয়ে নিজ দেশের বিপক্ষে ফিল্ডিং করেছিলেন শচীন। যদিও ঐ সময় একটি ক্যাচ মিস করে শচীন এবং ক্যাচ মিস করে সে খুবই হতাশ হয়ে পড়ে।

ফাইল ছবি

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*