তপন মল্লিক চৌধুরী,
সপ্তাহের পাঁচদিনই অফিস করেন তিনি। তবে প্রতিদিনই নিজের বাড়ি থেকে অফিসে যান প্লেনে করে! এমন এমন কথা শুনে অবাক হলেও এটা বাস্তব। প্রতিদিন তিনি ঘুম থেকে ওঠেন ভোর সাড়ে ৫টায়। ১৫ মিনিট গাড়ি চালিয়ে আমেরিকার লস অ্যাঞ্জেলসে নিজের বাড়ি থেকে বব হোপ বারব্যাংক বিমানবন্দরে যান। সেখান থেকে বিমানে চড়ে ৯০ মিনিটে যান অকল্যান্ডে। এই সময়ে তিনি পাড়ি দেন ৫৮৬ কিলোমিটার। প্রতিদিন এভাবেই বিমানে চড়ে অফিস করেন কার্ট ভন বাদিনস্কি। পেশায় মেক্যানিক্যাল ইঞ্জিনিয়ার।
এ ছাড়া সান ফ্রান্সিসকোর একটি প্রযুক্তি কোম্পানির সহপ্রতিষ্ঠাতা। অফিসে যেতে প্রতিদিন ছয় ঘণ্টা পাড়ি দিতে হয় তাকে। বিমানে থাকা অবস্থায় প্রয়োজনীয় কাজকর্মও সেরে নেন তিনি। প্রতিদিনের সব খবরাখবরেও চোখ বুলিয়ে নেন ওই সময়ের মধ্যেই। যখন বুঝতে পারেন তার বিমান অকল্যান্ডে এসে পৌঁছেছে। তিনি তৈরি হয়ে যান নামার জন্য। অকল্যান্ড বিমানবন্দর থেকে সান ফ্রান্সিসকো পৌঁছনোর জন্য আরেকবার গাড়িতে চড়েন তিনি। এটাই তার প্রতিদিনের রুটিন, এতদূরের পথ পাড়ি দিয়ে অফিস, কাজ, বাড়ি ফেরা…নিয়ম করেই পালন করে চলেছেন তিনি।
Be the first to comment