(ছবিটি প্রতীকী)
দিন আনি দিন খাই সংসার। সখ বড়ই বেমানান। তাও, সুপ্ত ইচ্ছে বলে তো কিছু আছে। আর ইচ্ছে থাকলে উপায় হয়। ঠিক যেমনটা হয়েছে শিলিগুড়ির দেবপ্রিয় বিশ্বাসের ক্ষেত্রে। বাইক কেনার টাকা নেই। তাও ইচ্ছে ছিল বাইক চালানোর। কারোর থেকে চাইতে কেমন একটা লাগে। তাই সে বানিয়ে ফেলেছে আস্ত একটা বাইক। একার চেষ্টায়। নিজের ভাবনায়।
দেবপ্রিয় বিশ্বাস। বাড়ি বাগরাকোট। বাবা রমেন বিশ্বাস ছুতোর মিস্ত্রি। দেবপ্রিয় এবছর মাধ্যমিক দিয়েছে। বরদাকান্ত স্কুলের ছাত্র। পরীক্ষার পর থেকে বসেই ছিল। বাবার কাজে মাঝেমধ্যে হাত লাগাত। বসে বসে কী করবে ? ভাবে, একটা বাইক কিনলে বেশ হয়! ঘুরে-বেরানো যাবে। কিন্তু, এত টাকা তো বাবার কাছে নেই। অগত্যা ?
দেবপ্রিয় বলে, “আমার তৈরি বাইকে সামনের দিকে সাইকেলের দুটি চাকা আছে। তাই, বাইক স্ট্যান্ডের প্রয়োজন নেই। পিছনে আছে বাইকের চাকা। মাঝে থাকছে ইঞ্জিন। রয়েছে গিয়ার ফাংশানও। দিব্যি চলছে বাইক। ঘুরে-বেরাচ্ছি একা একাই।”
দেবপ্রিয়র বাইক তৈরি দেখে বাহবা দিচ্ছেন অনেকেই। অনেকেই বলছেন, ইচ্ছে থাকলে সত্যিই উপায় হয়। দু’একজন আবার দেবপ্রিয়কে পরামর্শ দিয়েছেন। বলেছেন, সামনে সাইকেলের দুটো চাকা লাগিয়ে একটু ভুল করেছে। তাহলে বাইক ঘোরাতে সমস্যা হবে। সামনে বাইকের চাকা দিয়ে, পিছনে সাইকেলের দুটো চাকা লাগালেই ভালো হত।
Be the first to comment