ছিটকে গেলো বিরাটের দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। আজ রাজস্থানের জয়পুরে গ্রুপের শেষ ম্যাচে রাজস্থান ও ব্যাঙ্গালুরু ডু অর ডাই পরিস্থিতিতে মুখোমুখি হয়েছিলো। যে দলই জিতুক না কেন, সে দলই প্লে অফের যোগ্যতা অর্জন করবে। বিরাটের স্বপ্ন ভঙ্গ হল এবারেও। তাঁর আইপিএল ট্রফি হাতে নেওয়া হলো না। তাঁর দলকে ৩০ রানে হারিয়ে দিল আজিঙ্কা রাহানের দল রাজস্থান রয়্যালস। ১৪ ম্যাচ খেলে ১২ পয়েন্ট পেয়ে গ্রুপের ষষ্ঠ স্থানে শেষ করলো ব্যাঙ্গালুরু। অন্যদিকে রাজস্থান রয়্যালস এই ম্যাচ জিতে ১৪ পয়েন্ট অর্জন করেছে কিন্তু প্লে অফে জেতে গেলে বাকি দলের খেলার ওপর নির্ভর করতে হবে। তার মধ্যে কলকাতা নাইট রাইডার্স হায়দ্রাবাদকে হারিয়ে প্লে অফের তৃতীয় দল হিসাবে কোয়ালিফাই করে গেছে।
আজ প্রথমে টসে জিতে রাজস্থান ব্যাট করার সিদ্ধান্ত নেয়। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৬৪ রান সংগ্রহ করে তারা। এদিন দলে ছিলো না ইংল্যান্ডের দুই ক্রিকেটার জস বাটলার ও বেন স্টোকস। আজ জস বাটলারের দায়িত্ব পালন করেন ওপেনার রাহুল ত্রিপাঠি। ৫৮ বলে ৫টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৮০ রান করেন তিনি। এছাড়াও রাহানে ৩৩ রান ও হেনরিচ ক্লাসেন ৩২ রান করেন। উমেশ যাদব ৩টি উইকেট দখল করেন। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই বিরাট আউট হয়ে যান। তারপর পার্থিব প্যাটেল (৩৩) ও এবি ডেভিলিয়ার্স (৫৩) দুজনে মিলে দলকে টানতে থাকেন। কিন্তু শ্রেয়স গোপাল এই দুজনকেই আউট করার পর ব্যাঙ্গালুরুর ইনিংস তাসের ঘরের মত ভেঙ্গে পড়ে। আর কেউ সেভাবে রান করতে পারেনি। ১৯.২ ওভারে ১৩৪ রানে অল আউট হয়ে যায় তারা। ভালো বল করেন শ্রেয়স গোপাল। ৪ ওভারে ১৬ রান দিয়ে ৪ উইকেট নেন তিনি। স্বাভাবিক ভাবেই ম্যাচের সেরা হন তিনি। রাজস্থানে এই অবস্থায় পয়েন্ট টেবিলে চতুর্থ স্থানে আছে ঠিক কথা। কিন্তু প্লে অফে যেতে গেলে তাদের আগামীকাল দুটি ম্যাচের ওপর তাকিয়ে থাকতে হবে।
Be the first to comment