জীবনানন্দ দাশ সমীপেষু ,
আপনাকে চিঠি লিখি, উত্তর না পেয়ে আবার লিখতে বসি , অনেকদিন আর বনলতা সেনের সঙ্গে দেখা হয়না, আমি ওনার জন্য পায়রার ঝরা পালক রেখে দিয়েছি জার্নালের মাঝের পাতায়। শ্রদ্ধেয় এখনও সবুজ ঘাস , ফিঙে এমনকি দুরন্ত চিল অথবা ছুটন্ত হরিণ দেখলে বড্ড আপনার কথা মনে পড়ে হে রূপসী বাংলার কবি ….
আচ্ছা সংসারে অসুখী হলে কি অনিদ্রা কিংবা ট্রাম লাইন বেছে নিতে হবে? আর এদিকে যে এতগুলো বছর ধরে বিশ্বসংসার আপনার লেখা নিয়ে উপাসনা চালাচ্ছে নিভৃতে – সাতটি তারার তিমিরের ওপারে এই ভক্তি আর ভালোবাসা খুঁজে কি পেয়েছেন মান্যবরেষু কবি জীবনানন্দ দাশ?
– কৌশিক গাঙ্গুলি
Be the first to comment