কংগ্রেসের সমর্থনে মুখ্যমন্ত্রী হতে চাইনি, কিন্তু বাধ্য হয়েই…, বিস্ফোরক কুমারস্বামী

Spread the love

নির্বাচনের আগে তাঁর দলকে কংগ্রেস বলেছিল বিজেপির বি টিম, এখন তাদের সঙ্গেই জোট গড়ে সরকার গড়তে হচ্ছে জেডি (এস)-কে। এখন ৩৭ বিধায়কের জোর নিয়ে কর্ণাটকে কুমারস্বামী মুখ্যমন্ত্রী হতে যাওয়ায়, আবার তাঁকে বলা হচ্ছে সুবিধাবাদী। পাশপাশি ফ্লোর টেস্টের দিন যতই তাঁদের হাত ধরাধরি করে ঘুরতে দেখা যাক, কুমারাস্বামী- ডি কে শিবকুমারের বিরোধ কারোর অজানা নয়। এত সমীকরণ নিয়ে পাঁচ বছর টিকবে সরকার? সব কিছু নিয়েই মুখ খুলেছেন এইচ ডি কুমারস্বামী।

নিজেকে সুবিদাবাদী বলতে তাঁর আপত্তি আছে। এত অল্প বিধায়কের জোরে মুখ্যমন্ত্রী হতে তিনি কখনই চাননি। কিন্তু নির্বাচনের ফল মেনে নিতেই হবে। কর্ণাটকের মানুষ তাঁর বা তাঁর দলের ওপর ততটাও আস্থা রাখতে পারেননি। সংখ্যাগরীষ্ঠতা পাননি তাঁরা। কিন্তু বহু মানুষকে তিনি অনেক প্রতিশ্রুতি দিয়েছেন। সেসব পূরণ করতেই তিনি মুখ্যমন্ত্রী হচ্ছেন বলে জানিয়েছেন দক্ষিণের এই নেতা।

পাশাপাশি সিদ্দারামাইয়া থেকে শুরু করে অনেক কংগ্রেস নেতাই বলেছিলেন তিনি কোনওদিন মুখ্যমন্ত্রী হতে পারবেন না। ছিল হাজারটা কুৎসাও। এখন তাঁদের সমর্থনেই তখত দখল করতে যাওয়ার পথে, সেসব আর মনে রাখতে চান না দেবগৌড়া-পুত্র। তাঁর মতে, নির্বাচনের আগে সব পক্ষই অনেক কথা বলে। কিন্তু এখন সেসবের আর গুরুত্ব নেই। সরকার গঠনই একমাত্র গুরুত্বপূর্ণ বিষয়। পাশাপাশি সিদ্দারামাইয়ার প্রতি তাঁর অকৃত্রিম শ্রদ্ধা রয়েছে বলেও জানান তিনি।

এর আগে ২০০৬ সালে প্রায় একই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী হয়েছিলেন কুমারস্বামী। কেবল সেবার সরকারে তাঁদের সঙ্গী ছিল বিজেপি। কিন্তু এক বছরের মধ্যেই জোট রাজনীতির ফাঁসে ক্ষমতা হারাতে হয়েছিল। অনেকেই আশঙ্কা করছেন। এবারেও তাই হবে। তবে কুমারস্বামী বলছেন, এক ভুল মানুষ বারবার করে না। তিনি জানেন এবারের পরিস্থিতিটা অনেকটা ২০০৬ সালের মতোই। তবে তিনি আত্মবিশ্বাসী গতবার যে ভুল তিনি করেছিলেন তা আর করবেন না, তাই এবার আর এক বছর নয়, পুরো পাঁচবছরই মুখ্যমন্ত্রী থাকার ব্যাপারে তিনি আত্মবিশ্বাসী।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*