শহরে হৃদযন্ত্র প্রতিস্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছিল। দুর্ঘটনার কবলে পড়ে ব্রেন ডেথ হয় বেঙ্গালুরুর বাসিন্দার দিলচাঁদ সিংয়ের। দিলচাঁদ সিংয়ের শরীরে হৃদযন্ত্র প্রতিস্থাপন করা হবে। বিমান বন্দরে পৌঁছল বিশেষ বিমান। ২০ মিনিটে নিয়ে যাওয়া হবে ফর্টিসে। চেন্নাই থেকে বিমানে হৃদপিণ্ড নিয়ে আসা হয়। বিমান বন্দর থেকে হাসপাতাল পর্যন্ত গ্রিন করিডর করে নিয়ে যাওয়া হবে।
অবশেষে হৃদযন্ত্র প্রতিস্থাপন সফল। অপারেশনে সময় লাগে ২ঘণ্টা। তাপস রায়চৌধুরী ও মন্দানার নেতৃত্বে অস্ত্রপচার। হৃদস্পন্দন স্বাভাবিক।
Be the first to comment