বুধবার মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন তিনি। তার আগে সোমবারই সোনিয়া ও রাহুল গান্ধীর সঙ্গে দিল্লিতে বৈঠক করলেন কর্ণাটকের হবু মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামী। একইসঙ্গে এদিন কংগ্রেস-জেডিএস জোটের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তোলা গেরুয়া শিবিরকে একহাত নিলেন তিনি। কংগ্রেস-জেডিএস জোটের মুখ্যমন্ত্রী প্রার্থী হিসেবে বুধবার শপথ নেবেন এইচ ডি কুমারস্বামী। তার কিছুক্ষন আগে দিল্লিতে সোনিয়া ও রাহুলের সঙ্গে ছাড়াও বিএসপি সুপ্রিমো মায়াবতীর সঙ্গেও দেখা করেন কুমারস্বামী ৷
তবে দলীয় সূত্রে খবর, এদিন রাহুল-সোনিয়ার সঙ্গে কুমারস্বামীর বৈঠকের পর কর্ণাটকে দুই উপ-মুখ্যমন্ত্রী পদ তৈরির সম্ভাবনা তৈরি হয়েছে ৷ উপমুখ্যমন্ত্রী করা হতে পারে কর্ণাটকের কংগ্রেস সভাপতি, দলিত নেতা, জি পরমেশ্বরকে। ৩৩ জনের মন্ত্রীসভায় ২০টি পদ পেতে পারে কংগ্রেস ৷ শপথগ্রহণের দিন উপস্থিত থাকবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমন্ত্রিত সোনিয়া ও রাহুল গান্ধীও। এছাড়াও, মন্ত্রীদের তালিকায় রয়েছেন বহুজন সমাজ পার্টির মায়াবতী, সমাজবাদী পার্টির অখিলেশ যাদব, ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু ও তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের মতো বিজেপি বিরোধীরা।
Be the first to comment