উত্তপ্ত নিয়ন্ত্রনরেখা, হামলার কবলে পড়লো ৮ মাসের শিশুও

Spread the love

আবারও বিনাপ্ররোচনায় নিয়ন্ত্রণরেখা বরাবর গোলাগুলি বর্ষণ শুরু করলো পাকসেনা ৷ এখনও পর্যন্ত ৫ জনের আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে ৷ জানা গিয়েছে, সোমবার রাতে জম্মু-কাশ্মীরের কাল্লাই গ্রামের আখনুর সেক্টরে আচমকাই হামলা চালায় পাকিস্তানি সেনাবাহিনী ৷ পাল্টা জবাব দিতে শুরু করে ভারতীয় সেনাও ৷ দুই পক্ষের মধ্যে দীর্ঘক্ষণ চলে গুলির লড়াই ৷

গোলাগুলির জেরে স্থানীয় এক পুলিশকর্মী ও দুই স্থানীয় মহিলা-সহ পাঁচজন আহত হন ৷ পাকসেনার গুলিতে মারা গিয়েছে আট মাসের একটি শিশু ৷ এদিকে নিয়ন্ত্রণরেখা বরাবর একাধিক হামলার জেরে, রবিবার বিএসএফের কাছে জবাবি গুলিবর্ষণ বন্ধ করার অনুরোধ জানিয়েছিল পাকিস্তান। কিন্তু, গোলাগুলি বন্ধ করার অনুরোধ জানানোর কয়েক ঘণ্টার মধ্যেই ফের গোলাগুলি শুরু করে পাক রেঞ্জাররা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*