এই আইপিএল ই হয়তো মহেন্দ্র সিং ধোনির শেষ আইপিএল। এমনটাই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এই ছত্রিশেও অনবদ্য মহেন্দ্র সিং ধোনি। সে ব্যাট হাতে হোক কিংবা উইকেটের পেছনে দাঁড়িয়ে অথবা একেবারে সামনে থেকে দলের নেতৃত্ব দেওয়া, সব ক্ষেত্রেই অনন্য তিনি। কিন্তু, সেই ধোনি নাকি ২০১৮ সালের আসর শেষে আইপিএল থেকে অবসর নেবেন। তার ঘনিষ্ঠ মহলের সূত্রে এমন সংবাদই দিয়েছে।
২০০৮ সাল থেকে আইপিএলে চেন্নাই দলের সঙ্গে অবিচ্ছেদ্য সম্পর্ক প্রাক্তন ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির। এক দশক ধরে আইপিএলে রাজ করছেন মাহি। দুই বছরের নির্বাসন কাটিয়ে এবারের আইপিএলেও প্লে-অফে পৌঁছে গিয়েছে ধোনির চেন্নাই। তার আগে ৮ বারের মধ্যে দুইবার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে চেন্নাই। এছাড়া তিনবার রানার্সও হয়েছে ধোনির দল। সবমিলিয়ে পরিসংখ্যানের বিচারে আইপিএলের ইতিহাসে অন্যতম ধারাবাহিক দলের নাম চেন্নাই সুপারকিংস।
চেন্নাই দলে ধোনির অবদান অনস্বীকার্য। কিন্তু, বর্তমানে ধোনির বয়স যেহেতু ৩৬, তাই আগামীদিনে ধোনির ধারাবাহিক পারফরম্যান্স ধরে রাখাটা সত্যিই কঠিন বলে মনে হয়েছে ধোনি নিজেরই। চেন্নাই দলের কিছু সিনিয়র ক্রিকেটার এবং সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ধোনি নিজেই এবার হলুদ জার্সিটা তুলে রাখার ইঙ্গিত দিয়েছেন। ধোনি ভারতীয় টেস্ট দল থেকে থেকে অবসর নেওয়ার পর শুধুমাত্র একদিনের ক্রিকেট এবং টি-টোয়েন্টি খেলে যাচ্ছেন। ২০১৯ সালের বিশ্বকাপ খেলেই জাতীয় দল থেকেও চূড়ান্তভাবে বিদায় জানাবেন বলে গুঞ্জন আছে।
Be the first to comment