১ মাসের মধ্যে প্রকাশিত হতে চলেছে জয়েন্ট এন্ট্রান্সের ফল। আগামীকাল বিকেল ৪ টে থেকে ওয়েবসাইটে জানা যাবে ফল। মেডিক্যাল এন্ট্রান্স সারা দেশে অভিন্ন একটি পরীক্ষায় রয়েছে ,তাই তার ফল জয়েন্টে জানা যাবে না। আগামীকাল শুধুমাত্র ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচার, ফার্মাসি ইত্যাদি বিভাগের ফল জানা যাবে। গত মাসের ২২ এপ্রিল পরীক্ষা সংগঠিত হয়। উল্লেখ্য, ডাব্লিউবিজেইই-র সাইটে দেখা যাবে জয়েন্টের ফলাফল। সব মিলিয়ে এ বছরে মোট জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার্থীর সংখ্যা ১ লক্ষ ২৫ হাজার ৭৫ ছিল ৷ যা গতবারের থেকে ৬.৫ শতাংশ বেশি ৷ পরীক্ষা পরিচালনার জন্য মোট ৪৪৫ পর্যবেক্ষক নিয়োগ করেছে বোর্ড ৷ মোট ৩৩৯ টি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হয় ৷ রাজ্যে ৩৩৪, ত্রিপুরায় ৪, অসমে ১ ৷
এবছরে বেশ কড়াকড়ির সঙ্গে জয়েন্ট পরীক্ষা সংগঠিত হয়। পরীক্ষা কেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা বেশ আঁটোসাঁটো ছিল। ঘড়ি ও লেখার পেন বোর্ড থেকেই দেওয়া হয়েছে ছাত্রছাত্রীদের। ফোন ব্যবহারের অনুমতি শুধুমাত্র ছিল জয়েন্ট এন্টান্স বোর্ডের সদস্য, ভ্রাম্যমাণ পর্যবেক্ষক ও সেন্টার ইনচার্যদের।
Be the first to comment