অ্যাসিড বৃষ্টির আশঙ্কা, কিলাউয়ার লাভা থেকে সংকটে তাপবিদ্যুৎকেন্দ্র

Spread the love

বিশেষ প্রতিনিধি, 

হাওয়াইয়ের মাউন্ট কিলাউয়া আগ্নেয়গিরি থেকে নতুন করে অগ্নুৎপাতে যে লাভা বের হচ্ছে, তা এবার এগোচ্ছে জিও থার্মাল পাওয়ার প্ল্যান্টের দিকে৷ অগ্নুৎপাতের ফলে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে অ্যাসিড বৃষ্টি হতে পারে বলে সতর্কতা জারি করেছে স্থানীয় কর্তৃপক্ষ। পাওয়ার প্ল্যান্টের প্রায় পাঁচ কিলোমিটার দূরে সমুদ্রে লাভা মিশেছে৷ ফলে তৈরি হচ্ছে বিষাক্ত অ্যাসিড মেঘ সৃষ্টি হয়। জোরে হাওয়া চলায় এই মেঘ, হাওয়াই উপকূলের প্রায় ২৪ কিলোমিটার এলাকায় ছড়িয়ে পড়তে পারে এবং এ থেকে বিষাক্ত অ্যাসিড বৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করছে প্রশাসন৷

জানা গিয়েছে, লাভা এখন পুনা জিওথার্মাল ভেনচার পাওয়ার প্ল্যান্ট থেকে ২৫০০ মিটার দূরে রয়েছে৷ ইতিমধ্যেই পাওয়ার প্ল্যান্টের দুইটি সেকশন বন্ধ করে দিয়েছে প্রশাসন৷ তবে তৃতীয়টি বন্ধ করতে সমস্যায় পড়তে হচ্ছে কর্মীদের। সেখান থেকে প্রায় ৬০ হাজার গ্যালন জ্বালানি স্থানান্তরিত করা হয়েছে৷ এই পাওয়ার প্ল্যান্টটি থেকেই হাওয়াই দ্বীপের প্রায় ২৫ শতাংশ বিদ্যুৎ সরবরাহ করা হয়।

এদিকে, হাওয়াইতে এখন প্রায় ২৪টি ফাটল দিয়ে লাভা নির্গত হচ্ছে। ভূ-তাত্ত্বিকদের মতে, মাউন্ট কিলাউয়ার এই অগ্নুৎপাত শতাব্দীর সবচেয়ে ভয়ঙ্কর প্রাকৃতিক বিপর্যয়গুলোর মধ্যে অন্যতম।

গত দুদিন ধরে চলছে ছাইয়ের বৃষ্টি৷ মাস্ক না পরে বের হতে পারছেন না সাধারণ মানুষ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*