ভারতে জ্বালানি তেলের দাম রেকর্ড ছোঁওয়ার পৌঁছানোর পর বাংলাদেশ থেকে ডিজেলের চোরাচালান আচমকাই বেড়ে গেছে। বিএসএফ যদিও দাবি করেছে, ডিজেল পাচারের ঘটনা এখনও ততটা উদ্বেগজনক পর্যায়ে পৌঁছায়নি। কিন্তু বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন এই চোরাচালানের ফলে এর মধ্যেই বিপুল রাজস্ব হারাতে শুরু করেছে বলে জানাচ্ছে বিবিসি বাংলা। বাংলাদেশ লাগোয়া ভারতের অসম বা পশ্চিমবঙ্গের মতো রাজ্যে ডিজেল বিকোচ্ছে প্রতি লিটার ৭১ টাকায়, যা ৮৮ বাংলাদেশি টাকার সমান। সে জায়গায় বাংলাদেশে ডিজেলের দাম মাত্র ৬৫ বাংলাদেশি টাকা লিটার।
অর্থনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, যেখানে দুটো দেশে জ্বালানির দামের পার্থক্য এত বেশি এবং সীমান্তও নিশ্ছিদ্র নয়, সেখানে এটা হবারই ছিল। বেনাপোল বা বাংলাবান্ধা সীমান্ত দিয়ে ভারত থেকে যেসব ট্রাক আসে তারা কিন্তু ট্যাঙ্ক প্রায় খালি করে ঢোকে আর যাওয়ার সময় পুরোটাই ভর্তি করে নিয়ে যায়। প্রতিদিন এভাবে একশো থেকে দেড়শো ট্রাকও কিন্তু এক রকম সস্তার ডিজেল পাচার করে নিয়ে যাচ্ছে।
Be the first to comment