বিশেষ প্রতিনিধি-
আজ কর্ণাটকের মুখ্য়মন্ত্রী পদে শপথ নিতে চলেছেন জেডিএসের এইচ ডি কুমারস্বামী। কে নেই তাঁর শপথ গ্রহণ অনুষ্ঠানে। জেডি(এস) নেতাকুমারস্বামী তাঁর শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। এছাড়াও, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রীচন্দ্রবাবু নাইডু, বিএসপি নেত্রী মায়াবতী , আরজেডি-র তেজস্বী যাদব, তেলঙ্গনার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের উপস্থিত থাকার কথা। ২০১৯-এর নির্বাচনের আগে কংগ্রেসের অ্যাসিড টেস্ট যে অনেকটাই সফল তা মেনে নিয়েছেন রাজনৈতিক মহল। নামেই শপথগ্রহণ। আসলে তা তৃতীয় ফ্রন্টের জল্পনা উসকে দেওয়া ও আঞ্চলিক দলগুলির শক্তি প্রদর্শনের মঞ্চ বললেও বোধহয় অত্য়ুক্তি হবে না । এর আগে, রাজভবনের সামনেই সাংবাদিক বৈঠকে তিনি জানান, রাজ্যপাল সরকার গঠনের জন্য ডেকেছেন তাঁদের। এই অনুষ্ঠানে কংগ্রেসের প্রথম সারির নেতারা উপস্থিত থাকবেন। বিজেপির নেতাদেরও শপথগ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। সাংবাদিক বৈঠকে কুমারস্বামী জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় তাঁকে টেলিফোন করে শুভেচ্ছা জানিয়েছেন। তাই কুমারস্বামীর শপথ গ্রহণ অনুষ্ঠানে তৃতীয়ফ্রন্টের একটি মঞ্চ তৈরি হবে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। ইতিমধ্যেই এই নিয়ে রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা শুরু হয়ে গিয়েছে। কর্নাটক বিজেপির কাছে বড় ধাক্কা বলে মনে করছেন বহু টালবাহানার পরে অবশেষে স্বস্তি জোট সঙ্গী কংগ্রেসের তাঁবুতে। প্রথমে এই শপথগ্রহণঅনুষ্ঠানটি সোমবার হওয়ার কথা ছিল কিন্তু ওই দিন প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর মৃত্যুদিন হওয়ায় পিছিয়ে সেটি বুধবার হয়।
Be the first to comment