এইচডি কুমারস্বামীর সঙ্গে সঙ্গে এখন চর্চায় উঠে এসেছেন রাধিকা। পুরো নাম রাধিকা কুমারস্বামী। যাঁর পরিচয় কর্ণাটকের মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামীর স্ত্রী। সম্প্রতি প্রকাশ্যে এসেছে কুমারস্বামীর সঙ্গে রাধিকার একাধিক ছবি। এই ছবিতে দেখা গিয়েছে কুমারস্বামী এবং রাধিকার কয়েক বছরের মেয়েকে।
রাধিকা চর্চায় তীব্র আপত্তি আছে জেডিএস প্রধান এইচডি দেবগৌড়ার পরিবারের। প্রাক্তন প্রধানমন্ত্রী এইচডি দেবগৌড়ার ছেলে এইচডি কুমারস্বামী। কিন্তু, রাধিকা-কে নিয়ে এই মুহূর্তে চর্চার মূল কারণ যেহেতু কুমারস্বামী এখন মুখ্যমন্ত্রী, এমনটাই মনে করছে দেবগৌড়ার পরিবার। রাধিকা কন্নড় সিনেমার অভিনেত্রী। তাঁর সৌন্দর্য বরাবরই কন্নড় চলচ্চিত্র প্রেমীদের আকৃষ্ট করেছে। ২০০২ সালে কন্নড় ছবি ‘নীলা মেঘ শামা’-তে ১৬ বছর বয়সে নায়িকা হিসেবে অভিষেক ঘটিয়েছিলেন। এই ছবিটি সে বছর বক্স অফিসে এতটাই হিট করেছিল যে আয়ের দিক থেকে কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রিতে হইচই ফেলে দেয়। তবে একটা সিনেমার জন্যই যেন হিট নায়িকার তকমা পেয়েছিলেন রাধিকা। এক বছরের মধ্যে তাঁর পাঁচটি সিনেমা বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে এবং রাতারাতি তাঁকে ‘ফ্লপ’ নায়িকার তকমা দেওয়া হয়।
কুমারস্বামীর সঙ্গে গোপন বিবাহ
কয়েক বছর আগে রাধিকা ও এইচডি কুমারস্বামীর গোপন বিবাহ-এর খবর সামনে আসে। কংগ্রেসের আইটি সেলের বর্তমান প্রধান অভিনেত্রী দিব্যা স্পন্দনা রামাইয়া এই বিয়ের খবর প্রকাশ্যে নিয়ে আসেন। কন্নড় অভিনেত্রী রামাইয়ার সঙ্গে রাধিকার যথেষ্টই বন্ধুত্ব রয়েছে। তিনি প্রথম রাধিকা ও কুমারস্বামী এবং তাঁদের ছোট্ট মেয়ের ছবি সংবাদমাধ্যমে প্রকাশ করে দিয়েছিলেন।
রাধিকা ও কুমারস্বামীর বিয়ে নিয়ে বিতর্ক।
কুমারস্বামীর পরিবার থেকে প্রথমে এই বিয়ে-কে অস্বীকার করা হয়েছিল। কারণ, কুমারস্বামীর প্রথম স্ত্রী অনিতাকে বিবাহ বিচ্ছেদ না দিয়েই এই বিয়ে করেছিলেন। হিন্দুমতে প্রথম স্ত্রী বর্তমান থাকলে দ্বিতীয় বিবাহ বৈধ নয়। কিন্তু, ভালবাসার জোরে চারহাত এক করেছিলেন রাধিকা ও কুমারস্বামী। যে খবর কেউই জানতে পারেনি।

কুমারস্বামী ও রাধিকার মধ্যে বিশাল বয়সের ব্যবধান
এইচডি কুমারস্বামীর জন্ম ১৯৫৯ সালে। সেখানে রাধিকার জন্মসাল ১৯৮৬। এই মুহূর্তে রাধিকার বয়স ৩১। আর কুমারস্বামীর ৫৮ বছর। এই অসম বয়সের বিবাহ নিয়েও কম চর্চা হয়নি।
কুমারস্বামীর প্রথম বিবাহের বছরে জন্ম রাধিকার
এইচডি কুমারস্বামী প্রথম বিবাহ করেছিলেন ১৯৮৬ সালে। আর সেই বছরই জন্মগ্রহণ করেছিলেন রাধিকা। অনেকেই মজার দ্বিতীয় বিয়ের কথা টানতে গিয়ে সইফ আলি খান ও করিনা কাপুরের কথা বলেন। কারণ, সইফের বর্তমান স্ত্রী করিনা ১৩ বছর বয়সে সইফ-অমৃতার বিয়ের রিসেপশন-এ গিয়েছিলেন এবং সইফ ও অমৃতাকে গোলাপ ফুল দিয়ে বিয়ের শুভেচ্ছাও জানিয়েছিলেন। এই দিক থেকে কুমারস্বামী ও রাধিকার বিয়ের এমন তথ্যও বেশ চমকপ্রদ হয়ে উঠেছে এখন নেট দুনিয়ায়।
২০০৬ সালে বিয়ে রাধিকা ও কুমারস্বামী
কুমারস্বামী ও রাধিকার বিয়ের খবর প্রথম প্রকাশ্যে আসে ২০১১ সালের শুরুতে। জানা যায় ২০০৬ সালেই গোপনে রাধিকাকে বিয়ে করেছিলেন কুমারস্বামী। তখন তাঁর বয়স ছিল ২০ বছর।
Be the first to comment