এখনই কমছে না তেলের দাম, বুধবার স্পষ্ট জানিয়ে দিলো কেন্দ্র

A customer fuels her car with unleaded petrol at a Morrisons supermarket in Coalville, central England, October 15, 2008. REUTERS/Darren Staples
Spread the love

এখনই কমছে না পেট্রোলের দাম। জ্বালানির দাম নিয়ন্ত্রণে দীর্ঘমেয়াদি ব্যবস্থা নিতে চায় সরকার। জানা গিয়েছে, শুল্ক কমিয়ে দাম কমানোর রাস্তায় এখনই হাঁটতে চাইছে না কেন্দ্র। বুধবার ঘোষণা করা হলো, তেলের দাম কমাতে এক্ষুনি কিছু করা যাচ্ছে না। রাজস্ব কমালে রাজকোষ ঘাটতি লাগামছাড়া হবে। দাম কমানোর অন্য কোনও পথও নেই। তাই তেল নিয়ে সমস্ত দায় ঝেড়ে ফেলতে চাইছে কেন্দ্রীয় সরকার।

তবে, বুধবারের বৈঠকের পর দেশবাসীকে আর কতদিন ধৈর্য্য ধরতে হবে? তা খোলসা করে বলতে চাননি মন্ত্রী। উল্লেখ্য, মঙ্গলবার বিজেপি সভাপতি অমিত শাহের আশ্বাসে কিছুটা হলেও আশা দেখেছিলেন সাধারন মানুষ। তবে আজ বৈঠকের পরও বেরলো না কোনও সমাধান সূত্র।

এদিন ঘটনার পরিপ্রেক্ষিতে কংগ্রেস নেতা পি.চিদম্বরম জানান, এখনই লিটারে ২৫ টাকা দাম কমানো যেতে পারে। দাম কম থাকার সময় লিটারে ১৫ টাকা কমে পেট্রোল কেনে কেন্দ্র। লিটারে ১০ টাকা অতিরিক্ত করও চাপানো হয়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*