২০১৯কে পাখির চোখ করে কর্নাটকের মাটি থেকেই আন্দোলনের রূপরেখা চূড়ান্ত করে ফেললো বিরোধীরা। বুধবার কর্নাটকের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেন কুমারস্বামী। আর এই শপথগ্রহণ অনুষ্ঠান থেকেই ২০১৯ এ দিল্লির মসনদে পরিবর্তন আনার শপথ নিলেন বিরোধীরা ৷ বুধবার, বেঙ্গালুরুর শপথ মঞ্চে এক হয়ে মোদী বিরোধীরা এক হয়ে তাঁদের শক্তি প্রদর্শন করেন। যার অন্যতম মুখ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথম থেকেই যিনি ফেডারেল ফ্রন্টের পক্ষে সওয়াল তুলেছিলেন। এ দিন শুরুতেই মোদীর বিরোধীতার সুর শোনা যায় বাংলার মুখ্যমন্ত্রীর গলায়। চন্দ্রবাবু নাইডুকে পাশে নিয়ে বিরোধী শক্তিগুলিকে এককাট্টা হয়ে লড়ার বার্তা দেন। তবে এখানেই শেষ নয়, এদিন শপথগ্রহণের পর চা বৈঠকে যোগ দেন মমতা বন্দ্যোপাধ্যায়। ছিলেন মায়াবতী, চন্দ্রবাবু নাইডু, সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধীরা। এখানেই ঠিক হয়েছে, জ্বালানির মূল্যবৃদ্ধির ইস্যুকে হাতিয়ার করে মোদী সরকারের বিরুদ্ধে এবার পথে নামতে হবে।
Be the first to comment