বৃহস্পতিবারই শান্তিনিকেতনের উদ্দেশ্যে রওনা হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখানে বিশ্বভারতীর সমাবর্তন ও বাংলাদেশ ভবনের উদ্বোধন এই দুটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে থাকবেন ভারত ও বাংলাদেশের দুই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও শেখ হাসিনা। পাশাপাশি দুই প্রধানমন্ত্রী একান্তে বৈঠক করবেন বলেও জানা গিয়েছে। বৈঠকটি হবে শান্তিনিকেতনের বাংলাদেশ ভবনের একতলার বাঁদিকের ঘরে। এখানেই দুই প্রধানমন্ত্রী মধ্যাহ্নভোজ সারবেন।
বলা বাহুল্য, সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা মমতার সঙ্গে জরুরী কথাবার্তাও সেরে নিতে চান বলে খবর। হতে পারে ব্যক্তিগত বৈঠকও। তার জন্য আমন্ত্রণ পাঠাতে চলেছেন হাসিনা। তাই সমাবর্তন অনুষ্ঠানের আগের দিনই শান্তিনিকেতনে পৌঁছচ্ছেন মমতা। দুই প্রধানমন্ত্রীকে পৌষ মেলার মাঠে অভ্যর্থনাও জানাবেন বাংলার মুখ্যমন্ত্রী। আম্রকুঞ্জে বিশ্বভারতীর সমাবর্তন শেষে শুক্রবার মোদী ও মমতার উপস্থিতিতে বাংলাদেশ ভবনকে সাধারন মানুষের জন্য উন্মুক্ত করবেন শেখ হাসিনা।
Be the first to comment