চোটের জন্য ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেট লিগ কাউন্টি থেকে ছিটকে গেলেন বিরাট কোহলি। বৃহস্পতিবার বিসিসিআই জানিয়েছে, ঘাড়ে চোটের জন্য কাউন্টি খেলতে যাবেন না ভারত অধিনায়ক। আগামী ১৫ জুন ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে ফিটনেস পরীক্ষা হবে তাঁর। বিসিসিআইয়ের মে়ডিক্যাল টিম এই সিদ্ধান্ত নিয়েছে। আফগানিস্তানের বিপক্ষে টেস্ট না খেলে আগামী জুনে কোহলির কাউন্টিতে খেলতে যাওয়ার কথা ছিল। ইংল্যান্ড সিরিজের আগে প্রস্তুতির জন্যই বিসিসিআই চেয়েছিল কোহলি কাউন্টি খেলুক। চোট না লাগলে এবারই প্রথম কাউন্টিতে খেলা হতো তাঁর। চোটের কারণে সেই ইচ্ছা পূরণ হলো না ভারত অধিনায়কের। আইপিএল-এ বেঙ্গালুরুর শেষ ম্যাচে কোহলি চোট পেয়েছিলেন। শোনা যাচ্ছিল স্লিপ ডিস্ক। যে কারণে সারের হয়ে খেলা অনিশ্চিত হয়ে পড়ে তাঁর। শেষ পর্যন্ত কাউন্টি থেকে ছিটকেই গেলেন তিনি।
Be the first to comment