হঠাৎ করে অবসর নিয়ে সকলকে চমকে দিয়েছেন দক্ষিণ আফ্রিকার আক্রমণাত্মক ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স। ১১৪টি টেস্ট ম্যাচ, ২২৮টি ওয়ানডে ও ৭৮টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলার পর তাঁর বর্ণময় ক্রিকেটের অবসান হয়েছে। ক্রিকেট জীবনে তিনি অনেক রেকর্ড করেছেন, যেকোনো ক্রিকেটারের কাছেই তাঁর পরিসংখান অনুপ্রেরণা যোগাবে তা বলাই বাহুল্য। অনেক ক্রিকেটারের কাছেই তিনি ফেভারিট ব্যাটসম্যান। তেমনি তাঁরও রয়েছে ফেভারিট ব্যাটসম্যান। অবসর নেওয়ার ক’দিন আগেই একটি টক-শোয়ে অংশ নিয়েছিলেন এবিডি ও জন্টি রোডস। সেই টক শোতে এবি তাঁর ফেভারিট ক্রিকেটারের নাম বলেছিলেন। তিনি আর কেউ নন, ভারতের আর এক সুপারস্টার মারকুটে ব্যাটসম্যান বীরেন্দ্র সেওয়াগ। সেওয়াগের ভীষন ভক্ত এবিডি। ব্যাটসম্যান সেহবাগের আগ্রাসী মনোভাব তাঁর সব থেকে বেশি পছন্দের। তিনি জানান, সেওয়াগ প্রচণ্ড আক্রমণাত্মক ব্যাটসম্যান। তবে বিরাট কোহলির ব্যাপারে তিনি জানান, বিরাট যে দলের হয়েই খেলুক না কেন, ও সবসময় জিততে চায়। এই ব্যাপারে তাঁর সাথে বিরাটের প্রচণ্ড মিল আছে।
Be the first to comment