শেষ হল দু’দিন ব্যাপী ভারতের কমিউনিস্ট পার্টির (মার্কসবাদী) রাজ্য কমিটির সভা

Spread the love
ভারতের কমিউনিস্ট পার্টির (মার্কসবাদী), পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সভা বুধবার ও বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন বিমান বসু। পার্টির সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি বৃহস্পতিবার সভায় হাজির ছিলেন। সভায় মুখ্য আলোচ্য বিষয় ছিলো পঞ্চায়েত নির্বাচনের প্রাথমিক পর্যালোচনা। জেলাগুলির রিপোর্ট থেকে দেখা গেছে, সদ্যসমাপ্ত পঞ্চায়েত নির্বাচনে সব পর্বেই নজিরবিহীন মাত্রায় সন্ত্রাস হয়েছে। বামপন্থীদের প্রার্থী হওয়া আটকাতে প্রশাসনিক দপ্তর ঘিরে রাখা হয়েছে, গ্রামের ভেতরে প্রার্থীদের ও তাঁদের পরিবারের ওপরে নির্মম আক্রমণ হয়েছে। এছাড়াও, মনোনয়ন জমা দেওয়ার পরে প্রার্থীপদ প্রত্যাহারের জন্য বাড়িতে আক্রমণ, পরিবারের সদস্যদের অপহরণ, প্রাণনাশের হুমকি, এলাকাছাড়া করে দেবার শত শত ঘটনা ঘটেছে। কোথাও কোথাও বামপন্থীদের ব্যালট পেপার বের করে ফেলে দেওয়া হয়েছে।
দলের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি ও রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র সভায় বলেছেন, এই প্রবণতাই এবারের নির্বাচনে নতুন উপাদান। মিশ্র বলেছেন, সাতের দশকের আধা ফ্যাসিবাদী সন্ত্রাসের থেকেও ভয়াবহ সন্ত্রাসের মোকাবিলা করেই লড়াই হয়েছে। জনগণ ভয়ভীতির পরিবেশ কাটাচ্ছেন। আত্মবিশ্বাসের সঙ্গে জনগণকে সমবেত করেই প্রতিরোধের এলাকা সম্প্রসারণ করতে হবে।
পার্টির সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি বলেন, নয়া উদারনীতির বিরুদ্ধে জনগণের অসন্তোষকে বামপন্থীদের জোরালো উপস্থিতির অভাবে দক্ষিণপন্থী শক্তি ব্যবহার করছে। এটি বিশ্বব্যাপী প্রবণতা। ভারতে সাম্প্রদায়িকতার ব্যবহার এই প্রবণতারই অংশ। জনগণকে জীবনজীবিকার সমস্যার কথা ভুলিয়ে দিতে যুক্তির বদলে যুক্তিহীনতাকে প্রতিষ্ঠিত করা হচ্ছে।
এদিকে, এদিনের সভায় রাজ্য সম্পাদকমন্ডলী গঠন করা হয়েছে। সম্পাদকমন্ডলীর সদস্যরা হলেন: বিমান বসু, সূর্যকান্ত মিশ্র, মহম্মদ সেলিম, মৃদুল দে, নৃপেন চৌধুরী, দীপক দাশগুপ্ত, শ্রীদীপ ভট্টাচার্য, মিনতি ঘোষ, রামচন্দ্র ডোম, রবীন দেব, অমিয় পাত্র, সুজন চক্রবর্তী, গৌতম দেব, অশোক ভট্টাচার্য, আভাস রায়চৌধুরী, মানব মুখার্জি। সম্পাদমন্ডলীতে স্থায়ী আমন্ত্রিত সদস্য : অনাদি সাহু, সুমিত দে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*