শুক্রবার আস্থাভোট কুমারস্বামীর ৷ আজ বেলা ১২.১৫ মিনিটে বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হবে কংগ্রেস ও জেডিএস জোট সরকারকে ৷ বিধায়কদের নিরাপদ জায়গায় রাখা হয়েছে ৷ হোটেলে বন্দি কংগ্রেস ও জেডিএস বিধায়করা ৷ বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশ্য়ে আসার পরই বিজেপি ও জেডিএস-কংগ্রেস জুটি রাজ্যপাল ভাজুভাই ভালার কাছে সরকার গঠনের দাবি জানিয়েছিল ৷
এদিকে কর্ণাটক বিধানসভার ফলাফল ত্রিশঙ্কু হওয়ায় বৃহত্তম দল হিসাবে বিজেপিকে সরকার গঠন করার ডাক দিয়েছিলেন রাজ্যপাল ভাজুভাই ভালা ৷ প্রয়োজনীয় সংখ্যা গরিষ্ঠতা পেতে ব্য়র্থ হওয়াতেই আস্থা ভোটের আগেই ইস্তফা দিয়ে দেন বিএস ইয়েদুরাপ্পা ৷ অবশেষে কর্ণাটকের মসনদে বসেন এইচডি কুমারস্বামী ৷ কংগ্রেসর ৭৮ বিধায়ক, জেডিএস-এর ৩৬ বিধায়ক ও বিএসপি ১ জন বিধায়ক নিয়ে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করা নিয়ে আত্মবিশ্বাসী কুমারস্বামী ৷
Be the first to comment