উল্লেখ্য, দূষণ ছড়ানোয় বন্ধ করতে হবে স্টারলাইট কপার ইউনিট। এই দাবিতেই বিক্ষোভ দেখাচ্ছিলেন স্থানীয়রা। ২২ মে সেই বিক্ষোভ রণক্ষেত্রের চেহারা নেয়। লাঠিচার্জ, কাঁদানে গ্যাস কোনও কিছুতেই পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসলে গুলি চালায় পুলিশ। মৃত্যু হয় ৯ জনের। এরপর মৃতের সংখ্যা ক্রমশই বাড়তে থাকে। বাড়তে থাকে আহতের সংখ্যাও।
অশান্তির অভিযোগে ৬৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সরকারি সম্পত্তি নষ্ট ও অশান্তি পাকানোর অভিযোগে তাদের ম্যাজিস্ট্রেটের কাছে পেশ করা হবে। এদিকে কপার স্পেলটার প্ল্যান্ট বন্ধের নির্দেশ দেওয়ার পরই গতকাল সকালে প্ল্যান্টের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়।
Be the first to comment