মেট্রোর মধ্যে ফের আক্রান্ত এক মহিলা

Spread the love

মেট্রোর মধ্যে ফের আক্রান্ত এক মহিলা। আক্রান্ত সন্দীপা মিত্র নামে এক মহিলা। তিনি রাজ্য যুব কল্যান দপ্তরের অস্থায়ী কর্মী। গতকাল তিনি বিকেলে দমদম থেকে মেট্রো ধরেছিলেন। কালীঘাট ষ্টেশনে তার নামার কথা ছিল। যাত্রাপথে আচমকা তার গায়ের উপর এক মহিলা এসে পড়েন। এই ঘটনায় তিনি প্রতিবাদ জানালে তাকে মারধোর করা হয়। তার গলায় খিমচে দেওয়া হয়। ময়দান ও পার্কস্ট্রিট ষ্টেশনের মাঝে এই ঘটনা ঘটে। যতীন দাস পার্ক মেট্রো ষ্টেশনে অভিযুক্ত মহিলা পালিয়ে যেতে চাইলে তিনি আটকান। চিৎকার করে পুলিশকেও ডাকেন। বেশ কিছু সময় তাদের মেট্রো ষ্টেশনে বসিয়ে রাখা হয়। পুলিশ কোনওরকম সহযোগীতা করেনি বলে অভিযোগ। তিনি নিজেই ভবানীপুর থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন। বিষয়টি মিটিয়ে নেওয়ার জন্য চাপ দেওয়া হয়। পাশাপাশি অভি্যুক্ত মহিলা তাকে মেট্রো লাইনে ঠেলে ফেলে দেওয়ার ভয় দেখান। তার স্বামী এলে ১০ হাজার টাকা দিয়ে বিষয়টি মিটিয়ে নেওয়ার কথাও বলেন তিনি।

বারবার মেট্রোর মধ্যে এইভাবে হামলা ঘটনা ঘটায় আতঙ্ক ছড়াচ্ছে যাত্রীরদের মধ্যে। পুলিশের বিরুদ্ধেও অসহযোগীতার অভিযোগ উঠছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*