লর্ডসে প্রথম টেস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে চালকের আসনে পাকিস্তান

Spread the love

লর্ডসে পাকিস্তানের বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম দিনে ১৮৪ রানে অলআউট ইংল্যান্ড। বৃহস্পতিবার প্রথম দিনের শেষে ইংলিশদের জবাব দিতে নেমে শুরুতেই এক উইকেট হারালেও ৫০ রান করে দিন শেষ করেছে পাকিস্তান। প্রথম দিন শেষে ৯ উইকেট হাতে রেখে এখন তারা পিছিয়ে রয়েছে ১৩৪ রানে। এদিন ইংল্যান্ডের ব্যাটসম্যান কুক এক অনন্য এক রেকর্ড করেন। টানা সবচেয়ে বেশি টেস্ট খেলে অ্যালান বোর্ডারের রেকর্ড স্পর্শ করেন এই ইংলিশ ওপেনার। কুক এদিন টানা ১৫৩তম ম্যাচ খেলতে নামেন। গতকাল ব্যাট হাতে ৪৩ রানের মধ্যে ৩ ইউকেট হারায় ইংল্যান্ড। তারপর জনি বেয়ারেস্টোর সঙ্গে ৪৭ রানের জুটি গড়েন কুক। বেয়ারেস্টো ২৭ রানে আউট হওয়ার পর বেন স্টোকসকে নিয়ে ৪৯ রানের জুটি গড়েন তিনি। ৩৩ বছর বয়সী এই ব্যাটসম্যান ১৪৮ বলে ১৪টি চারে ৭০ রান করে আউট হন। স্টোকস করেন ৩৮ রান। পাকিস্তানের দুই পেসার আব্বাস ও হাসান দুজনেই ৪টি করে উইকেট নেন। দ্বিতীয় দিনের শেষে পাকিস্তান ৮ উইকেটে ৩৫০ রান সংগ্রহ করে। তারা এগিয়ে রয়েছে ১৬৬ রানে। ওপেনার আজহার আলি (৫০), আসাদ শাফিক (৫৯), শাদাব খান (৫২), ফাহিম আসরাফ (৩৭) ভালো রান করেন। বাবার আজম চোট পাওয়ার আগে ৬৮ রান করেন। ইংল্যান্ডের হয়ে জেমস অ্যান্ডারসন ৩টি উইকেট দখল করেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*