বিশেষ প্রতিনিধি,
বিদেশনীতি, কৃষি, জ্বালানীর মূল্যবৃদ্ধি, কর্মসংস্থান৷ বেশ কয়েকটা বিষয়ে এফ গ্রেড পেল নরেন্দ্র মোদী সরকার৷ মানে ডাহা ফেল৷ এমনই রিপোর্ট কার্ড বানিয়েছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী৷ এই রিপোর্ট কার্ড তৈরি হয়েছে বিজেপি সরকারের ৪ বছর পূর্তি উপলক্ষ্যে৷ তবে সবেতে কিন্তু ফেল করেনি বিজেপি শাসিত সরকার৷ এ প্লাস গ্রেডও দেওয়া রয়েছে কার্ডে৷ তবে তা কিছুটা ব্যাঙ্গার্থেই ব্যবহৃত৷ মোদী সরকারের বিশেষ কয়েকটি কাজের তির্যক-প্রশংসা করতে ছাড়েননি রাহুল৷ তিনি কয়েকটি বিশেষ ক্ষেত্রে মোদী সরকারের চার বছরের রিপোর্ট কার্ডে দিলেন ‘এ+’ গ্রেড।
কি কি ক্ষেত্র জানেন? নতুন নতুন স্লোগান সৃষ্টি এবং আত্মপ্রচারের বিষয়ে পারদর্শিতার জন্য এ গ্রেড পেয়েছে মোদী সরকার৷ শনিবার বিজেপি সারা দেশে কেন্দ্রের সাফল্যকে জনগণের কাছে তুলে ধরতে বিভিন্ন রকমের কর্মসূচি পালন করছে৷ এদিনই কংগ্রেস দিনটিকে পালন করছে “বিশ্বাসঘাতক দিবস” হিসাবে।
Be the first to comment