আজকের দিন

Spread the love

দিলিপ যোশী

জন্মঃ ২৬ মে ১৯৬৮
তিনি ভারতের একজন চলচ্চিত্র এবং টেলিভিশন অভিনেতা। সে বেশীর ভাগ সময় কমেডি অভিনয় করেন। তিনি বর্তমানে তারক মেহতা কা উল্টা চশমায়  জেঠালাল চম্পাকলাল গাডার অভিনয়ে আছেন। এছাড়াও তিনি বহু ছবি ও টিভি শো তে অভিনয় করেছেন।

রোজদিনের পক্ষ থেকে তাঁকে জানাই শুভ জন্মদিন।

সুনীল ফিলিপ নারাইন

জন্ম: ২৬ মে, ১৯৮৮
তিনি ত্রিনিদাদে  জন্মগ্রহণকারী একজন ক্রিকেটার। তিনি বর্তমানে ওয়েস্ট ইন্ডিজ দলের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন। মূলতঃ অফ-স্পিন বোলার হিসেবে দলে প্রধান ভূমিকা রাখছেন সুনীল নারাইন। পাশাপাশি বামহাতে ব্যাটিংও করে থাকেন। এছাড়াও, কলকাতা নাইট রাইডার্সের হয়েআইপিএলে খেলেছেন।

রহস্যময় বোলাররূপে নারাইন স্বীকৃতি পেয়েছেন। অফ ব্রেক বোলিংয়ের মাধ্যমে বলের বিভিন্ন রূপ প্রকাশের ফলে ব্যাটসম্যানদেরকে বিভ্রান্তি করাই এর মূল কারণ।

রোজদিনের পক্ষ থেকে তাঁকে জানাই শুভ জন্মদিন।

সুশীল কুমার

জন্ম ২৬ মে’, ১৯৮৩
তিনি একজন ভারতীয় ফ্রিস্টাইল কুস্তিগীর। ২০১০ বিশ্ব চ্যাম্পিয়নশিপে ৬৬ কেজির ফ্রিস্টাইল শ্রেণিতে স্বর্ণপদক জিতেছেন। তিনি একমাত্ৰ ভারতীয় যিনি ২০১২ লণ্ডন অলিম্পিকে রৌপ্য পদক এবং ২০০৮ বেইজিং অলিম্পিকে ব্রোঞ্জ পদক জিতেছেন।

তাঁর ২০০৮ সালের অলিম্পিক পদকটি ভারতের জন্য কুস্তিতে দ্বিতীয় এবং ১৯৫২ গ্রীষ্মকালীন অলিম্পিকে খাসাবা দাদাসাহেব যাদবের ব্রোঞ্জ মেডেলের পর প্রথম। ২০০৯ সালের জুলাই মাসে তিনি রাজিব গান্ধী খেল রত্ন,যা ক্রীড়াবিদদের জন্য ভারতের সর্বোচ্চ সম্মান পান। ৩ অক্টোবর ২০১০ তারিখে, কুমিল্লার ২০১০ কমনওয়েলথ গেমস উদ্বোধনী অনুষ্ঠানের জন্য কুইন ব্যাটন রিলেতে প্রিন্স চার্লসকে কুইন ব্যাটন হস্তান্তর করেন। ২০১৪ সালে কমনওয়েলথ গেমসে ৭৪ কেজি ডিভিশনের স্বর্ণপদক জিতেছেন তিনি।

রোজদিনের পক্ষ থেকে তাঁকে জানাই শুভ জন্মদিন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*